adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬৩ বলে ২ রানে রাব্বির রেকর্ড

Rabbiক্রীড়া প্রতিবেদক : টেস্টে একজন ক্রিকেটারের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য্য আর সহণশীলতা। সেই সঙ্গে নিজেকে উইকেটে সেট করে নেওয়া।    শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ধৈর্য্যরে পরিচয় দিয়েছেন বাংলাদেশের লো-অর্ডার ব্যাটসম্যান কামরুল ইসলাম রাব্বিই।  ক্রিকেট মাঠে তার পরিচয় পেস বোলার হিসাবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ নম্বরে ব্যাট করতে নেমে দলের জন্য কতটুকুইবা দিতে পারেন। যেখানে স্বীকৃত ব্যাটসম্যানরাই ব্যর্থ। তবে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে স্বীকৃত ব্যাটসম্যানরা যেভাবে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে আউট হলেন, সেই ভঙ্গুর ইনিংসের মাঝে দাঁড়িয়ে পেসার কামরুল ইসলাম রাব্বিই শুদ্ধ টেস্ট ক্রিকেট খেললেন। টিম সাউদির শিকার হওয়ার আগে রাব্বি ৬৩ বলে ২ রান করেছেন। মন চাইলে ক্রিজে টিকে থাকা যায়, সেটা কিন্তু রাব্বিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ক্রিজে নেমে হাল না ছাড়ার মানসিকতা দেখিয়ে মাত্র ২ রান করলেও  রাব্বি স্থান পেলেন রেকর্ড বুকে।
চাপের মুখে থেকে ৬৩ বল খেলার মতো ধৈর্য্য আর সহণশীলতা প্রয়োজন। রাব্বি সেটাই করে দেখালেন।  এর আগে টেস্টে ৬০ কিংবা এর বেশি বল খেলে এমন রেকর্ড আছে মাত্র ২ জনের। ১৯৯৯ সালে অকল্যান্ড টেস্টে জিওফ অ্যালট ৭৭ বল খেলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। কিন্তু তার সৌজন্য দশম উইকেট জুটিতে ৩২ রান উঠেছিল। অ্যালটের কৃতিত্বেই সেবার ফলোঅনে পড়েও ম্যাচ ড্র করেছিল কিউইরা।
১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানা টেস্টে ইংল্যান্ডের জন স্নো ৬০ বলে ১ রান করেছিলেন। তার এই ইনিংসের সুবাদে সেই টেস্ট ড্র হয়েছিল। তবে টেস্টের ইতিহাসে ১০০ বল খেলে দুই অংক ছুঁতে পারেননি এমন ব্যাটসম্যান মাত্র একজন।  ক্রিকেটে এমও আছে, ১০০ বল খেলেও অন্তত ১০ রান করাও সম্ভব নয়।  এমনটাই হয়েছিলে ১৯৬২-৬৩ সালের অ্যাশেজ সিরিজে। সেবার ইংলিশ উইকেটকিপার জন মারে ১০০ বল খেলে ৩ রান করেছিলেন। ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া