adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ‘বাণিজ্য যুদ্ধের’ সামিল

RUSHআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন,  মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞা ‘পূর্ণ-মাত্রার বাণিজ্য যুদ্ধের’ সামিল । 

মেদভেদেভ বলেন, ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এই পদক্ষেপগুলি মার্কিন রাষ্ট্রপতির সম্পূর্ণ অক্ষমতা প্রকাশ করে, কংগ্রেস তাকে (ট্রাম্পকে) অপমান করেছে। তাছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যে কোনো ক্ষমতা নেই তাও এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে বলে জানান তিনি। 

রাশিয়াকে শাস্তি দেয়ার উদ্দেশেই এই আইন পাস করা হয়েছে। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। 

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিল পাস হওয়ার জন্য মার্কিন কংগ্রেসকে দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করার সময় এটাকে ‘গভীর ভুল’ বলে অভিহিত করেন। 

রাশিয়ার পাশাপাশি বুধবার ইরান ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প। 

ইরান বলছে, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে পরমাণু চুক্তি লঙ্ঘন হয়েছে, ‘যথাযথ ও আনুপাতিক’ পদ্ধতিতে এর সাড়া দেয়া হবে।

তবে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ফেসবুক পেজে রুশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের আশা শেষ করে দিয়েছে।

তিনি আরও বলেন, যদি অলৌকিক কোনো কিছু না ঘটে তবে এই নিষেধাজ্ঞার প্রভাব কয়েক দশকেও শেষ হবে না।- বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া