adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে গুড়িয়ে দিতে চায় নিউজিল্যান্ড

image-15863স্পাের্টস ডেস্ক : বেসিন রিজার্ভের সবুজ উইকেটে বোল্ট আর সাউদির গতি দিয়ে বাংলাদেশকে পরাস্ত করার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন সংবাদ সম্মেলনে এসে তেমনই আভাস দিলেন।

মূল একাদশ থেকে ম্যাট হেনরি এবং ডিন ব্রাউলি বাদ পড়বেন। ঢুকবেন বোল্ট এবং সাউদি। এই দুইজনকে নিয়ে নতুন বলে বাংলাদেশকে নাড়িয়ে দেয়ার চিন্তা করছেন কিউই দলপতি। বোল্ট শেষ টি-টোয়েন্টিতে ১৪৫ কি.মি গতিতে বল করেছেন। সুইংয়েও বেশ পারদর্শী। বোল্টের এই গতিতেই আশা দেখছে দলটি।

‘বোল্ট কী করতে পারে তা আবার দেখিয়েছে। শেষ ম্যাচে সম্ভবত ১৪৫ অথবা ১৪৬ কি.মি গতিতে বল করেছিল। যা সত্যি ভালো কিছুর প্রতিশ্রুতি। কারণ আমরা জানি তার গতি আর সুইং দারুণ। দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা বোলারদের একজন সে।’ বলেন উইলিয়ামসন।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হবে দুই দল। বেসিন রিজার্ভের উইকেট এমনিতে পেস সহায়ক। তারপর প্রচুর বাতাস। উইকেটে ঘাসেরও আস্তরণও থাকবে। যা বোল্ট, সাউদি ওয়েঙ্গারের কাজটা সহজ করে দিবে।

গত বছর সাউদি এবং বোল্ট দুজনে দলকে দারুণ সার্ভিস দেন। বোল্ট ৩৩ ম্যাচে নেন ৩১ উইকেট। সাউদি ৩২ ম্যাচে ২৭টি।

উলিয়ামসন এই দুজনের কথা বললেও আরেক অস্ত্র নেইল ওয়েঙ্গারও কম যান না। গত বছর ২১ ম্যাচে ৪১টি উইকেট দখল করে কিউইদের সেরা বোলারের তকমা লাগিয়েছেন। সূত্র: স্ট্যাফ.কো.এনজি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া