adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সমালোচনায় সালমা হায়েক

full_762601545_1432737108বিনোদন ডেস্কঃ এমনিতে সালমা হায়েকের সেলফি তোলার বিরোধী নন। কিন্তু সবকিছুরই একটা স্থান-কাল-পাত্র জ্ঞান থাকা উচিত বলেই তিনি মনে করেন। আর তাই সালমার মতে, কোনোভাবেই রেড কার্পেটে এই কাজ করা উচিত নয়।
কান চলচ্চিত্র উত্সবে রেড কার্পেটে কয়েকজন সেলিব্রেটিকে সেলফি তুলতে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই বিতর্কের সূচনা, যা কেন্দ্র করেই সালমার এই মত। 
তিনি বলেন, 'এটা একটা ম্যাজিক্যাল জায়গা, সাধারণ কোনো জায়গা নয়, এটা একটা বিশেষ জায়গা, সবাই এখানে আসার সুযোগ পান না, বিশেষ বিশেষ মানুষই পান, এখানে কোনোভাবেই সেলফি নয়'।
তবে শেষ এখানেই নয়, এখন মানুষ নিজেদের মুখ সব জায়গায় দেখাতে এত ব্যস্ত হয়ে গিয়েছে, যা অত্যন্ত বিরক্তিকর বলেও মনে করেছেন তিনি।
এবং সমালোচনায় তিনি পাশে পেয়েছেন অভিনেতা কলিন ফ্যারেলকেও। কলিন নিজে অবশ্য খুব একটা কঠোর সমালোচনা না করলেও, এটা জানিয়েছেন, নিজে কোনোদিনই রেড কার্পেটে দাঁড়িয়ে সেলফি তোলার মতো লঘু কাজ করতেন না।

 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া