adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে পাগলামি মানায় না, তামিমকে প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। আসন্ন এই মেগা ইভেন্টের আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসর। তার আগে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান।

দেশসেরা ওপেনারের আকস্মিক এমন সিদ্ধান্তে হতাশা নেমেছিল দেশের ক্রীড়াঙ্গনে। অন্যদের মতো হতাশ হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এরপর অভিমানী তামিমকে অবসর ভেঙে ফেরাতে তাকে গণভবনে ডাকেন সরকারপ্রধান।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে গণভবনে প্রবেশ করেন তামিম। তার সঙ্গে অবসরের বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড্যাশিং এই ওপেনারকে পাগলামি করতে বারণ করেন ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী। তামিমকে প্রধানমন্ত্রী বলেন, এক মাসের জন্য তোমার ছুটি। আয়েশা দুই সন্তান আরহাম ও আলিশবাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো। মাথা একদম ক্লিয়ার করে তারপর এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য মাঠে নামবা। সবাইকে পাগলামি মানায় না, তুমি খান পরিবারের ছেলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া