adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গেইমের মাধ্যমে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা সম্ভব: মোস্তাফা জব্বার

jobbarডেস্ক রিপাের্ট : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তাফা জব্বার বলেছেন, বিশ্বব্যাপী এখন ট্রিলিয়ন ডলারের গেইম বাজার রয়েছে। সেই বাজারে বাংলাদেশের ছোট্ট অংশগ্রহণ সম্ভব হলেও বাংলাদেশকে উন্নত আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। আমাদের তরুণ জনশক্তি ও উদ্যোক্তাদেরকে বিশ্বজয়ী গেইম ডেভেলপমেন্টে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় সকল সুবিধা দেবে বেসিস।
 
২৭ নভেম্বর রবিবার বেসিস কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত কম্পিউটার গেইম ‘ব্যাটেল অব ৭১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার ও ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ। সভাপতিত্ব করেন ব্যাটেল অব ৭১ এর উপদেষ্টা ড. তৌহিদ ভুঁইয়া।
 
অনুষ্ঠানে বেসিস সভাপতি আরও বলেন, কম্পিউটার সম্পর্কে মানুষের ধ্যানধারণা পাল্টেছে। কম্পিউটারই আমাদের উন্নয়নের বড় হাতিয়ার। সেই হাতিয়ার ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং সন্তানদেরকে এসব ব্যবহারে উৎসাহী করতে অভিভাবকদের কাজ করতে হবে। তাহলেই আমাদের তরুণদের মধ্য থেকে আগামী দিনের উদ্যোক্তা বেরিয়ে আসবে।
 
সফটওয়্যার ও গেইম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড এরই গেইমটি তৈরি করেছে। এটি একটি পূর্ণাঙ্গ কম্পিউটার গেইম। যেখানে বঙ্গবন্ধুর ত্রিমাত্রিক মডেল ব্যবহার করা হয়েছে, যা আগে কোথাও দেখা যায়নি।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাটেল অব ৭১ এর প্রধান প্রকল্প পরিচালক ফয়সাল করিম, প্রধান গেমস ডেভেলপার ফারহান মাহমুদ, প্রধান প্রোগ্রামার মাশরুর মাহমুদ, প্রধান থ্রিডি মডেল নির্মাতা সবুজ আল মামুন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া