adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলবোর্নে বর্ষ বরন

melton 2নিজস্ব সংবাদদাতা প্রেরিতঃ শেষ হয়েও হোলোনা শেষ। অবশেষে হোলো শেষ।

মেলবোর্নে ক্রিকেট বিশ্বকাপের আমেজ শেষ হতে না হতেই এলো পহেলা বৈশাখ। বাঙ্গালীর সারা বছরের প্রতীক্ষার একটি দিন। ১৪ এপ্রিল ২০১৫। মেলবোর্ন বরাবরই  অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালীদের সংস্কৃতির একটি অন্যতম  মূল কেন্দ্র। ঈদ, পূজা, বৌদ্ধ-পূর্ণিমা কিংবা বড় দিনের কোনও উৎসবই এদের জীবন থেকে বাদ যায়না। এরই ধারাবাহিকতায় এখানকার প্রবাসী বাংলাদেশীরা উৎসবমুখর হয়ে উঠে ছিল বাংলা নববর্ষের মাস এপ্রিল মাসে। পুরো এপ্রিল মাস জুড়ে ছিল নববর্ষের আনন্দ উৎসব। মেলবোর্নের বিভিন্ন এলাকায় বাংলাদেশীদের উদ্যোগে পালিত হয়েছে পহেলা বৈশাখ ১৪২২। সর্বশেষ অনুষ্ঠান ছিলো মেলবোর্নের মেল্টন বাংলা স্কুলের। মেল্টন বাংলা স্কুল মূলত  বাংলা ভাষাভাষী প্রবাসীদের সন্তানদের বাংলা শেখার একটি স্কুল। সরকারী অর্থায়নে ও লোকাল বাংলাদেশীদের দ্বারা পরিচালিত হয় স্কুলটি।

মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে আগত অস্ট্রেলিয়ান ও বাংলাদেশী অতিথিদের আপ্যায়ন করা হয় নানা রকম  ঘরের তৈরি ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার দিয়ে। মূল অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান জাতীয় সংগীতের মাধ্যমে। আমাদের জাতীয় সঙ্গীত ছাড়াও স্কুলের এই প্রজন্মের শিশু শিক্ষার্থীরা খুব সুন্দর ভাবে অস্ট্রেলিয়ান জাতীয় সঙ্গীত গেয়ে উপস্থিত অস্ট্রেলিয়ান অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। স্কুলের প্রেসিডেন্ট বদরুদ্দিন আল মামুনের  স্বাগত ভাষণের মাধ্যমে মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মেল্টন সিটি কাউন্সিলের প্রাক্তন মেয়র মিঃ ক্রিস পাপাস, কাউন্সিলর বব টারনার ও স্কুলের শিক্ষক কৃষ্ণা চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো ছোট ছোট শিশুদের নাচ, গান,   ছড়া আবৃত্তি ও ঐতিহ্যবাহী কাপড়ের ফ্যাশান শো। তা ছাড়া, ঊর্মি ভট্টাচার্যীর নাচ ছিলো খুবই দৃষ্টি নন্দন ও উপভোগ্য। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়ীত্ত্বে ছিলেন যৌথভাবে  ইতিকা চক্রবর্তী ও  ডাঃ গোলাম মোস্তফা।

সবশেষে স্কুলের সেক্রেটারী আহমেদ রেজা চৌধুরী আগত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।    

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া