adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

dse-cseডেস্ক রিপাের্ট : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডে (কেপিসিএল) ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। একইসঙ্গে গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ডিএসই’র মূল্যসূচক।

বুধবারের (২৩ নভেম্বর) লেনদেনে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও আর্থিক লেনদেন এ অবস্থানে উঠে এসেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে কেপিসিএল’র বড় অংকের শেয়ার লেনদেন ডিএসই’র মোট লেনদেনে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে বুধবার ডিএসইতে মোট লেনদেন ৫ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

দেখা গেছে, মূল মার্কেটের বাইরে ডিএসই’র ব্লক মার্কেটে কেপিএসএল’র করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোং প্রতিটি শেয়ার ৬৫ টাকা দরে ১২ কোটি ৭৫ লাখ শেয়ার বিক্রয় করেছে। এতে ব্লক মার্কেটে কোম্পানিটির ৮২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, কেপিসিএল’র উপর ভর করে ডিএসইতে মোট ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২০১১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ লেনদেন। সময়ের হিসাবে এ পার্থক্য প্রায় ৫ বছর ৪ মাস।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫.১৫ পয়েন্ট বেড়ে ৪৭৬৫.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ১৩ মাস বা ২০১৫ সালের ১৪ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ।

ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২০টি কোম্পানির দর কমেছে এবং ৪০টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের শেয়ার। এদিন কোম্পানিটির ১৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের ১৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- ডরিন পাওয়ার জেনারেশন, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস, সিটি ব্যাংক, কাশেম ড্রাইসেল, ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং ও কেয়া কসমেটিকস।

এদিকে বুধবার সিএসই’র সিএসসিএক্স সূচক ৩৬.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৯২৯.৪০ পয়েন্টে। যা মঙ্গলবার ৪৩.৯৬ পয়েন্ট, সোমবার ৬.৮৩ পয়েন্ট, রবিবার ৫১.৮৭ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৪৫.৬৪ পয়েন্ট, বুধবার ৩৪.৩৩ পয়েন্ট ও মঙ্গলবার ২৪.৬৭ পয়েন্ট বেড়েছিল।

সিএসইতে ৪৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৬ কোটি ৭৮ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৪টি’র, কমেছে ৯৫টি’র এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টি’র।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া