adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়ক সিয়াম, নায়িকা পরীমনি-ছবির নাম বিশ্বসুন্দরী

বিনোদন প্রতিবেদক : ফেব্রুয়ারির মাঝামাঝি সুন্দরী প্রতিযোগিতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নামকরা নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী। সিনেমার নাম দিয়েছিলেন ‘বিশ্বসুন্দরী’। পাশাপাশি জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই সিনেমার নায়ক-নায়িকা ও অন্যান্য কলাকুশলীদের নাম ঘোষণা করবেন। কিন্তু সেটা আর সম্ভব হয়নি।

তবে একটু দেরি করে হলেও বুধবার সেই ঘোষণা দিলেন চয়নিকা। নায়ক-নায়িকার নাম ঘোষণা নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে তার পক্ষ থেকে ছিল বর্ণাঢ্য আয়োজন। সেই আয়োজন থেকেই জানা গেল ‘বিশ্বসুন্দরী’র নায়ক হিসেবে থাকবেন হালের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অন্যতম সিয়াম আহমেদ।

এই সিয়ামই পরে অনুষ্ঠান মঞ্চে গিয়ে তার নায়িকা হিসেবে পরীমনির নাম ঘোষণা করেন। এই প্রথম পরীমনির সঙ্গে জুটি বাধতে চলেছেন সিয়াম। ক্যারিয়ারে তিনি তিনটি ছবিতে অভিনয় করেছেন। তার দুটির নায়িকা পূজা চেরি, একটিতে নুসরাত ইমরোজ তিশা। চতুর্থ ছবি ‘বিশ্বসুন্দরী’তে পেলেন পরীমনিকে।

এই ছবিতে বিশেষ একটি চরিত্রে থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও। আরও থাকবেন মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ। বুধবার সোনারগাঁও হোটেলের ওই বর্ণাঢ্য আয়োজনে নায়ক-নায়িকার পাশাপাশি এসব চরিত্রের অভিনয়শিল্পীদেরও পরিচয় করিয়ে দেয়া হয়।

সিনেমাটি সম্পর্কে মঞ্চে গিয়ে নায়ক সিয়াম বলেন, ‘যদি কোনো নারী বিশ্বসুন্দরী হয়, তাহলে সেই নারীর সাফল্যের পেছনে একজন পুরুষের হাত থাকে। চলচ্চিত্রটিতে এমন কিছু একটাই দর্শক দেখতে পাবেন। চয়নিকা দিদির সঙ্গে অনেক নাটকে কাজ করেছি। এবার তার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এছাড়া সুবর্ণা মুস্তাফার মতো বরেণ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করব। এটা বিশাল আনন্দের। পরীমনির সঙ্গেও প্রথম কাজ।’

পরীমনি বলেন, ‘প্রথম চলচ্চিত্রে যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন যেমন লেগেছিল, আজও ঠিক তেমন লাগছে। আমি খুবই নার্ভাস। ভালো চিত্রনাট্যের একটি সিনেমা ‘বিশ্বসুন্দরী’। আর এখন থেকে ভালো গল্পের চলচ্চিত্র ছাড়া কাজ করব না।’

‘বিশ্বসুন্দরী’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে চয়নিকা চৌধুরীর। তিনি বলেন, ‘বিশ্বসুন্দরী’র কাহিনি সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে যাবে। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। এর গল্প লিখেছেন আমার অসংখ্য নাটকের নাট্যকার রুম্মান রশীদ খান।’

চয়নিকা যোগ করেন, ‘রুম্মানের কাছ থেকে সিনেমার গল্প শুনে আমি কেঁদেছিলাম। তখনই মনে হয়েছিল, আমি তো এমন গল্পই খুঁজছি। দর্শক যেহেতু ভালোবাসার নাটকে আমাকে বেশি পেয়েছেন, পছন্দ করেছেন, আমি নিজেও ভালোবাসার পূজারি, সুন্দরের পূজারি, তাই গল্পকারই আমার প্রথম চলচ্চিত্রের নাম দিয়েছেন ‘বিশ্বসুন্দরী’।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া