adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবে যোগ হচ্ছে আরও ২ ব্যাটালিয়ন

image_62410_0ঢাকা: এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) আরও দু’টি ব্যাটালিয়ন যুক্ত হচ্ছে। এ জন্য র‌্যাবে আরও ১৩৭৬টি পদ সৃষ্টি করা হচ্ছে। নতুন এ দু’টি ব্যাটালিয়ন ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলে দায়িত্ব পালন করবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

শিগগিরই প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতবছর র‌্যাব সদর দপ্তর থেকে নতুন দু’টি ব্যাটালিয়নের প্রয়োজনিয়তা এবং জনবল কাঠামোর প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্রা মন্ত্রণালয়ে দীর্ঘদিন যাচাই-বাচাই করে সম্প্রতি ওই প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি পাস হলেই র‌্যাবে নতুন দু’টি ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হতে পারে। র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো প্রস্তাব অনুযায়ী নতুন এ দু’টি ব্যাটালিয়ন ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলে দায়িত্ব পালন করবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া বাংলামেইলকে জানান, র‌্যাবের নতুন দু’টি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব পাওয়া গেছে। আগামী বৈঠকে তা উত্থাপন করা হবে।   

র‌্যাব কর্মকর্তারা জানান, ২০০৪ সালের ২৬ মার্চ সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ বাহিনীর চৌকষ সদস্যদের নিয়ে এলিট ফোর্স হিসেবে র‌্যাব গঠিত হয়। একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তায় দায়িত্ব পালনের মাধ্যমে র‌্যাব আনুষ্ঠানিকভাবে মাঠে নামে। গত ৯ বছরে র‌্যাবের ১২টি ব্যাটালিয়ন সারাদেশে দায়িত্ব পালন করে আসছে। নতুন দু’টি ব্যাটালিয়ন যুক্ত হলে র‌্যাবের মোট ব্যাটালিয়ন হবে ১৪টি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘দেড় বছর আগে র‌্যাব সদর দপ্তর থেকে নতুন দু’টি ব্যাটালিন গঠনের প্রয়োজনিয়তা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এলিট ফোর্স হিসেবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নানা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে অপরাধ দমনে র‌্যাবের ব্যাটালিয়ন বাড়ানো দরকার।’

তিনি বলেন, ‘র‌্যাব সারাদেশে দায়িত্ব পালন করলেও অনেক এলাকায় ক্যাম্প নেই। র‌্যাব সদস্যরা অভিযানে যাওয়ার আগেই অপরাধীরা পালিয়ে যায়। সেক্ষেত্রে নতুন দুটি ব্যাটালিন যুক্ত হলে র‌্যাবে নতুনমাত্রা যুক্ত হবে।’

র‌্যাব সদর দপ্তরের কর্মকর্তারা জানান, র‌্যাবে বর্তমানে ১২টি ব্যাটালিয়নের মধ্যে র‌্যাব-১  রাজধানীর উত্তরা এলাকা, গুলশান, আশুলিয়া ও গাজীপুর জেলায়; র‌্যাব-২ তেজগাঁও, ধানমণ্ডি, মোহাম্মদপুর ও আদাবর এলাকাসহ রাজধানীর সাতটি থানা; র‌্যাব-৩ মতিঝিল, পল্টন, সবুজবাগসহ রাজধানীর ছয়টি থানা এলাকায়; র‌্যাব-৪ রাজধানীর মিরপুর এলাকাসহ মানিকগঞ্জ জেলা এবং র‌্যাব-১০ পুরান ঢাকার কয়েক এলাকাসহ কেরানীগঞ্জ এলাকায় দায়িত্ব পালন করছে। এ পাঁচটি ব্যাটালিয়ন ছাড়াও র‌্যাব-৫ রাজশাহী, র‌্যাব-৬ খুলনা, র‌্যাব-৭ চট্টগ্রাম, র‌্যাব-৮ বরিশাল, র‌্যাব-১১ নারায়ণগঞ্জ এবং র‌্যাব-১২ সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের জেলাগুলোতে ক্যাম্প গঠন করে দায়িত্ব পালন করে যাচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া