adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা হতে পারে

ঢাকা: সংবিধানের ৭ এর ক ধারা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘আইন অনুযায়ী এ সরকারে বিরুদ্ধে ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনী লঙ্ঘন করেছে।' 

তিনি বলেন, ‘সংবিধানের ৭ এর ক ধারায় স্পষ্ট উল্লেখ আছে, কেউ যদি সংবিধান লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। এজন্য এ সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে আইন অনুযায়ী মামলা করা হবে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সংবিধানের ৭ এর ক ধারায় উল্লেখ আছে, (১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় – (ক) এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে; কিংবা (খ) এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে- তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘যারা জনগণের ম্যান্ডেট পায়নি তারা আইনপাশ করলে সে আইন বৈধ হবে না।’
তিনি আরো বলেন, ‘সংসদের যে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তারা সবাই অবৈধ। নির্বাচন ছাড়া দেশে শাসন চলছে। গণতন্ত্রের সংজ্ঞায় এটা সংসদ নয়।’

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘হাইকোর্ট রুল জারি করার পরও আপনারা তাদের কোন আইনে বিজয়ী ঘোষণা করেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনী আইন ভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চাওয়া হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন জাবাব দিতে পারেনি।’

ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজউল কবীর পলের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু হানিফ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কামরাঙ্গীর চর ছাত্রদল সভাপতি আব্দুল গাফফার প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া