adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিয়া, খালেদা বাংলাদেশের নাগরিক নয়-বললেন হানিফ

hanifনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন নিয়ে বিএনপি ভাবনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির ওপর আস্থা রাখতে বিএনপির প্রতি আহ্বান জানান।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ব্যানারে ৩ নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষে এই আলোচনা সভায় আয়োজন করে।

আলোচনায় অংশ নিয়ে হানিফ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি নিবার্চন কমিশন গঠন করবেন, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। এবং আশা করি, আপনারা আস্থা রাখবেন। মহামান্য রাষ্ট্রপতি একটা স্বচ্ছপ্রক্রিয়া নিবার্চন কমিশন গঠন করবে, এটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটা নিয়ে বিশেষ করে বিএনপির ভাবনার কোনো প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘নিবার্চনীর সংলাপ এটার এই মুহূর্তে দরকার নেই। নির্বাচন হবে ২০১৮ সালের শেষ অথবা ২০১৯ সালের প্রথমদিকে। সেই নির্বাচনে যাতে সকলেই অংশ নিতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপের প্রয়োজন হবে তা নেওয়া হবে। প্রয়োজন হলে সকলের সাথে কথাও বলা যাবে।’

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘জিয়া ক্ষমতায় আসার পর ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। কিন্তু কারা কর্তৃপক্ষ একটি এফআইআর দায়ের করলে সেটা আলো মুখ দেখেনি- কেন দেখেনি? এর প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারবে না। কারণ জিয়া ৩ নভেম্বর জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ১৫ আগস্টের বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিল।’

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়, পাকিস্তানের এজেন্ট এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে। কারণ যুদ্ধে উনার অংশগ্রহণ করার উল্লেখযোগ্য তথ্য প্রমাণ পায় যায়নি এবং আমার বিশ্বাস এটা পাওয়া যাবে না। ইতিহাসের তেমন কোনো তথ্য নেই। বাংলাদেশ স্বাধীন হয় ১৬ ডিসেম্বর কিন্তু উনি সিলেটের অঞ্চলে দায়িত্বে ছিলেন ওই স্বাধীন হয় ১৯ ডিসেম্বর, এই হচ্ছে তার বীরত্ব!’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকলীন কর্নেল আসলাম জিয়াকে চিঠি দিয়েছিল সেটা ঐতিহাসিক দলিল হিসেবে আছে। লেখা ছিল- জিয়া তোমার কর্মকাণ্ডে আমরা খুশি, তুমি এগিয়ে যাও- এটা প্রমাণ করে উনি মুক্তিযোদ্ধা নয়, পাকিস্তানের এজেন্ট ছিল।’

‘জিয়া, খালেদা বাংলাদেশের নাগরিক নয়। জিয়া এসেছে বিহার থেকে, খালেদার বাড়ি ভারতে’, যোগ করেন হানিফ।

ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামূল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভকেট আবদুল বাসেত মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল হক আলো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া