adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মূলধনের সমান লোকসান রূপালী ব্যাংকের

untitled-18_246596ডেস্ক রিপাের্ট : চলতি বছরের তৃতীয় প্রান্তিকে, অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক নিজস্ব পরিশোধিত মূলধনের প্রায় সমান অঙ্কের লোকসান দিয়েছে। গত ৩০ অক্টোবর প্রকাশিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে নয় টাকা ৯৫ পয়সা। ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন ২৭৬ কোটি টাকা। এ হিসাবে লোকসান হয়েছে ২৭৪ কোটি ৬৫ লাখ টাকা। প্রথম দুই প্রান্তিকে কিছুটা মুনাফা করায় নয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে আট টাকা ৭৬ পয়সা। এ বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে ২৪১ কোটি ৮১ লাখ টাকা। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৯ পয়সা ও দ্বিতীয় প্রান্তিকে ১১ পয়সা।

তৃতীয় প্রান্তিকের বড় লোকসানের জন্য খেলাপি ঋণ বৃদ্ধি, পুনঃতফসিল করা ঋণ পুনরায় খেলাপি হওয়া ও নতুন পে-স্কেল বাস্তবায়নই প্রধান কারণ বলে জানিয়েছেন ব্যাংকটির সিএফও শওকত জাহান খান। তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল দুই হাজার ৩৪১ কোটি টাকা, গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০ কোটি টাকা। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় প্রভিশনিং বেড়েছে। আবার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বড় ঋণখেলাপিদের পুনঃতফসিল করা কিছু ঋণের কিস্তি পরিশোধ না হওয়ায় সেগুলোও খেলাপি হয়েছে।

সিএফও আরও বলেন, সরকারঘোষিত নতুন বেতন স্কেল গত জুলাইয়ে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করায় সরকারি এ ব্যাংকটির কর্মকর্তাদের গত তিন মাসে অতিরিক্ত প্রায় ১১২ কোটি টাকা বেতন-ভাতা দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় রূপালী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব দিয়েছে। পুনঃতফসিল করা বা খেলাপি ঋণ আদায় বাড়াতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া