adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ মে থেকে ল্যাপটপ মেলা

4ডেস্ক রিপোর্ট : ‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানে ১৪ মে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। এই মেলার আয়োজক এক্সপো মেকার। মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১১ মে সোমবার বিআইসিসিতে এক সংবাদ সম্মেলনে ল্যাপটপ মেলার বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী, মেলার কো-অর্ডিনেটর আল আমিন দেওয়ানসহ এসার, ডেল ও এইচপির প্রতিনিধিরা। নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, এ নিয়ে ১৫ বারের মত ল্যাপটপ মেলার আয়োজন করতে যাচ্ছে এক্সপো মেকার। এই মেলা কয়েক বছর ধরে তথ্য-প্রযুক্তি খাতের আকর্ষণীয় ইভেন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। ২০০৮ সাল থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে তরুণ, শিক্ষার্থীসহ সকলের আগ্রহ থাকে চোখে পড়ার মতো। নাহিদ হাসনাইন আরও জানান, এবারের মেলায় অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, মিইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিসি, এইচটিএস, মাইসেল, জেটকাইট, জিওনির মতো বিশ্ববিখ্যাত প্রযুক্তি পণ্যে উতপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়াও মেলায় স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা, লেনোভো, আরএনটেক, এইচটিএস, মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক্স জেনারেশন, এইচপিএস ও গ্যাজেট গ্যালারির পণ্য পাওয়া যাবে। মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ছাড়ের ঘোষণা দিয়েছে। ছাড়ের সুযোগ নিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা প্রযুক্তি প্রেমীরা পণ্য কিনতে পারবেন। মেলায় ৫০টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন ও ৩টি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গেমিং জোন করছে গিগাবাইট। টিকেট বুথের পৃষ্ঠপোষক পান্ডা সিকিউরিটি। আয়োজক অংশীদার হিসেবে রয়েছে এবিসি রেডিও, এডুমেকার ও ট্রন। মেলার পৃষ্ঠপোষক তথ্যপ্রযুক্তি-ভিত্তিক ওয়েবসাইট টেকশহর ডটকম ও সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, ডেল ও এইচপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা থেকে বিক্রীত টিকিটের অর্থের ২৫ শতাংশ নেপালের ভূমিকম্পগ্রস্তদের সাহায্য হিসেবে এবং আরও ২৫ শতাংশ তথ্যপ্রযুক্তি ভিত্তিক সাংবাদিকদের কল্যাণ তহবিলে দান করা হবে। এ ছাড়াও নেপালের মানুষের পাশে দাঁড়াতে মেলায় একটি দান বাক্স থাকবে। ল্যাপটপ মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বিনা মূল্যে মেলায় ঢুকতে পারবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া