adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ব্যর্থতায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন, নতুন চেয়ারম্যান রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কা ভালো অবস্থানে নেই। তবে কাগজে কলমে এখনও টিকে আছে সেমিফাইনাল খেলার স্বপ্ন। এমতাবস্থায় শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকইনফো

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে একের পর এক বাজে পারফরম্যান্স বিশেষ করে স্বাগতিক টিম ইন্ডিয়ার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর পুরো লঙ্কান ক্রিকেট বোর্ডকেই ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়োগ দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন একটি কমিটি।- ডেইলি মিরর শ্রীলঙ্কা।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানায়, টিম ইন্ডিয়ার বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পরেই চলমান বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে গত শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই নতুন এই সিদ্ধান্তের কথা জানা গেলো।

এদিকে পুরাতন কমিটিকে বরখাস্তের পরপরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অর্জুনা রানাতুঙ্গা। ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ককে মূল দায়িত্ব দিয়ে এরই মাঝে এসএলসির ৭ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের মতে ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীনে কর্মরত মন্ত্রী এই কমিটি নিয়োগ দিয়েছেন।

কমিটিরঅন্য সদস্যরা হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।

এর আগে গত শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন। নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই পদত্যাগের ঘোষণা দেন এসএলসি সেক্রেটারি। ধারণা করা হচ্ছে, দলের ব্যর্থতার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া