adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন- দেশে দুঃস্থ শব্দটি থাকুক সেটা চাই না

012554_127128ডেস্ক রিপাের্ট : বাংলাদেশে কেউ আর দুঃস্থ থাকবে না, এই শব্দটিই যেন আর ব্যবহার করতে না হয়, সে জন্যই সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামের চিলমারীতে ১০ টাকা কেজি করে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এ কথা বলেন। বছরে পাঁচ মাস দেশের ৫০ লাখ হতদরিদ্র্য মানুষ এই চাল কেনার সুযোগ পাবে। প্রতিটি পরিবার কিনতে পারবে ৩০ কেজি করে চাল।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দুই দিন ধরেই কুড়িগ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর আসছেন তাই এলাকাবাসী অভিভূত আপ্লুত। দলে দলে সবাই যোগ দিয়েছেন সমাবেশে।

সরকার সারা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি বাংলাদেশের মানুষর ভাগ্য গড়ার জন্য, নিজের ভোগ বিলাসের জন্য না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কেউ না খেয়ে যেন কষ্ট না পায় সে জন্য এই কর্মসূচি নিয়েছে সরকার।’ তিনি বলেন, ‘জাতির জনকের স্বপ্ন ছিল বাংলাদেশের একটা মানুষও না খেয়ে কষ্ট পাবে না। গৃহহারারা ঘর পাবে, কেউ ছিন্ন বস্ত্রে থাকবে না, কেউ বিনা চিকিৎসায় মরবে না, সবাই লেখাপড়া শিখবে, মানুষের মত মানুষ হবে -এই স্বপ্ন নিয়েই তিনি দেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার প্রতিজ্ঞা ছিল, বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়। এখন আমার বাবা আত্মা অবশ্যই শান্তি পাবে। আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি। খাদ্যে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ।’

দুঃস্থ শব্দটি তুলে দেয়ার প্রত্যয়-

বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর বাংলাদেশে এসে একবার চিলমারী সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আরও একবার আসেন তিনি এই জনপদে। সেই সফরের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘কী কষ্ট দেখেছি তখন!  চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না, মানুষ নৌকায় করে কষ্ট করে চলতো। ৯৬ সালে ক্ষমতায় এসেই ঠিক করলাম মানুষের কষ্ট দূর করবো। আমি চাই না এ দেশে দুস্থ শব্দটি থাকুক।’

চিলমারীর সেই সফরের অভিজ্ঞতা আর বর্তমান চিত্রের মধ্যে তুলনাও করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি এখানে বারবার এসেছি। এখন পরিবর্তনটা সহজেই দেখতে পাচ্ছি।’

স্থানীয় উন্নয়নে নানা পদক্ষেপের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা গৃহহীন সবাইকে ঘরবাড়ি তৈরি করে দেব। এটা আমাদের দায়িত্ব। আমাদের ছেলে মেয়েরা কম্পিউটার শিখবে, পড়াশোনা করবে।  সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলে আর কোনোদিন দুর্ভিক্ষ হবে না, মঙ্গা হবে না। কেউ দুঃখ কষ্টে থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, ‘এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসম্মত পায়খানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা আমরা করেছি। আমাদের দৃঢ় পদক্ষেপে এই অঞ্চল ধীরে ধীরে উন্নত হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেমন ১০ টাকা দরে চাল দিচ্ছি তেমনি প্রতিবন্ধী, বয়োবৃদ্ধদেরকে ভিজিডির মাধ্যমে চাল দিচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা ৩৩ কোটিরও বেশি বই বিনামূল্যে বিতরণ করছি। বাবা মাকে আর পয়সা খরচ করে বই কিনতে হচ্ছে না। এক কোটি ৩০ লাখ ছেলে মেয়ে বৃত্তি পাচ্ছে। পিএইচডি যারা করছে তারাও বৃত্তি পাবে।’

সরকারের জনবান্ধব নানা কর্মসূচির বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। ইউনিয়ন পর্যায়ে ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। প্রতিটি পোস্ট অফিস ডিজিটাল করে দিচ্ছি। তথ্য আপা কৃষি-স্বাস্থ্য বিষয়ে সব ধরনের তথ্য দিচ্ছে। প্রতিটি উপজেলা হাসপাতাল ৫০, জেলা হাসপাতাল আড়াইশ শয্যা করেছি। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। সেখান থেকে ৩০ প্রকাশ ওষুধ বিনা পয়সায় দেয়া হচ্ছে।’

দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগেরও বর্ণনা দেন প্রধানমন্ত্রী। এর একটি হলো ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’। কিরি বলেন, ‘আমরা ঋণ ও প্রশিক্ষণ দিচ্ছি। উৎপাদিত পণ্য বাজারজাত করতে সমবায় করা হচ্ছে। তারা যেন সঞ্চয় করতে পারেন সে জন্য পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। তারা যত টাকা সঞ্চয় করবে তত টাকা সরকার দেবে। এখন মানুষ নিজের টাকায় ব্যবসা করবে, সরকারের দিকে আর চেয়ে থাকতে হবে না।’

চাকরির জন্য দ্বারে দ্বারে যেন ঘুরতে না হয় যেসজন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। বিনা জামানতে ঋণ পাবে।’

সরকারের কৃষিবান্ধব কর্মসূচিরও বর্ণনা দেন প্রধানমন্ত্রী।  বলেন, ‘কৃষকদের জন্য সারের দাম তিন দফায় কমিয়েছি। সব উপকরণ সহজলভ্য করেছি। সেচে ভর্তুকি দিয়েছি। ১০ টাকায় ব্যাংক হিসাব করে দিয়েছি। ভর্তুকির টাকা এখন সরাসরি ব্যাংকে চলে যায়। বর্গাচাষির জন্য বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি।’

মঙ্গা শব্দটি আর কেউ বলে না-

নদী ভাঙন কবলিত কুড়িগ্রামে আশ্বিন ও কার্তিক মাসে কাজ না থাকায় খাদ্যাভাব ছিল এক সাধারণ চিত্র। এই দুর্ভিক্ষাবস্থাকে স্থানীয়ভাবে বলা হতো মঙ্গা। সরকারের নানামুখি পদক্ষেপে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রাম ছিল মঙ্গাপীড়িত। আমাদের প্রতিজ্ঞা ছিল এই শব্দটি যেন আর মুখে উচ্চারণ করতে না হয়, শুনতে না হয়। আমরা তা সক্ষম হয়েছি। এখন কেউ মঙ্গা বলে না।’

কুড়িগ্রামে শিল্পায়নের জন্য উদ্যোগ নেয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখানে সবাই উৎপাদনমুখী হবে, কাজ করবে। আমরা সব অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল করছি, কুড়িগ্রামেও করবো। এখানে উৎপাদন হবে, কর্মসংস্থান হবে, পণ্য বিদেশে রপ্তানি হবে।’

জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানা উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধরলা সেতু করেছি, দ্বিতীয় সেতু হচ্ছে। আরও সেতু, রাস্তা নির্মাণ হবে, রেল সুবিধাও বাড়বে। পাশাপাশি কুড়িগ্রামের ১৬টি নদী ড্রেজিং করে নাব্য বৃদ্ধি করা। পায়রা বন্দরের সঙ্গে সরাসরি যেন সংযোগ হয় সে ব্যবস্থা করবো। এ জন্য সমীক্ষার কাজ চলছে।’

জঙ্গি নির্মূলে সচেতনতার আহ্বান-

সমাবেশে সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ভয়াবহ আকার নিয়েছিল। বিএনপি ক্ষমতায় থাকতে তাদের প্রশ্রয় দিয়েছিল। আমরা কঠোর হাতে দমন করেছি। কিছুদিন আগে কিছু ঘটনা ঘটেছিল। আমরা দ্রুত ব্যবস্থা দিয়েছি। পৃথিবীর কোনো দেশ যা পারেনি, আমরা সহজেই সেগুলো মোকাবেলা করেছি।’

অভিভাবকদেরকে সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সন্তান কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে নজরদারি বাড়াতে হবে। স্কুলে কোনো শিক্ষার্থী দীর্ঘদিন অনুপস্থিত থাকলে কেন সে আসছে না, তার কী হয়েছে, সে বিষয়ে শিক্ষকদেরকেও খোঁজ খবর নিতে হবে। পাড়া প্রতিবেশী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীকেও খোঁজ খবর রাখতে হবে।’ তিনি বলেন, ‘কেন মানুষ জঙ্গিবাদে জড়াবে, মাদকাসক্ত হবে? ইসলামে তো বলা হয়নি কাউকে খুন করতে। আল্লাহর ওপর ভরসা না রেখে নিজেরা খুনখারাবি করবে-এটা গ্রহণযোগ্য না।’

ছিটমহল বিনিময় প্রসঙ্গ-

অনুষ্ঠানে ভারতের সঙ্গে ছিটমহল নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দেড় শতাধিক ছিটমহল বিনিময় হয়। ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের ভেতর ভারতের ১১টি ছিটমহল বিনিময় হয় তখন। এর বেশিরভাগই কুড়িগ্রাম জেলায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে ছিটমহল নিয়ে অনেক সমস্যা ছিল। জাতির জনক এ নিয়ে চুক্তি করে পার্লামেন্টে আইন পাস করে যান। কিন্তু জাতির পিতাকে হত্যার পর এ দেশে কোনো কথা কেউ উচ্চারণ করেনি। তারা ভারতের কাছে আমাদের সীমানা নির্ধারণ করা, ছিটমহল বিনিময় করার বিষয়টি উচ্চারণই করেনি, সাহসই পায়নি। পরে স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করে ছিটমহল বিনিময় করেছি। ছিটমহলবাসী এখন বাংলাদেশের নাগরিক। তাদের জন্য বিদ্যুৎ, রাস্তা, চিকিৎসার ব্যবস্থা করেছি। উন্নয়নের কাজ চলছে।’

প্রতিবেশী দেশের সঙ্গে সব সমস্যার সমস্যার সমাধান হবে শান্তিপূর্ণভাবে- প্রত্যয়ের সঙ্গে বলেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা ভারত ও মিয়ানমারের সঙ্গে মামলা করে বিশাল সমুদ্রসীমার অধিকার অর্জন করেছি। দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বজায় আছে।’

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা বিরোধী দলে থাকলে ভারতবিরোধী আর ক্ষমতায় থাকলে ভারতপন্থি। খালেদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের কথা ভুলে গিয়েছিলেন। আমরা সেটা আদায় করেছি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া