adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফের ভোটগ্রহণ শেষ -তবে একটি ‘রেকর্ড’

86e738c0c8f6e50a77e97185fe009886-bff-logo_111190ক্রীড়া প্রতিবেদক :  কিছুক্ষণ আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ফলাফল আসতে আরো কিছুক্ষণ সময় লাগবে। তবে তার আগে ইতিহাস রচিত হলো হোটেল র‌্যাডিসনে। ফেডারেশনের ইতিহাসে এই প্রথম শতভাগ ভোট পড়েছে।

এবার ভোটার সংখ্যা ১৩৪ জন। সূত্র জানায়, বিকেল পাঁচটা নাগাদ ১৩৪ জনই তাদের ভোট দিয়েছেন।

প্রথমে সভাপতি, তারপর সহসভাপতি এরপর পর্যায়ক্রমে সদস্যদের ফলাফল জানা যাবে।


রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ শুরু হয় দুপুর দুইটায়। শেষ হয় পাঁচটায়। নির্বাচনে দুইটি প্যানেল লড়ছে, কাজী সালাহউদ্দীনের সম্মিলিত পরিষদ ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের ‘ফুটবল বাঁচাও’ জোট।

সভাপতি, চারটি সহ-সভাপতি ও ১৫টি সদস্য পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সালাহউদ্দীন প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে গেছেন আব্দুস সালাম মুর্শেদী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া