adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইকে হারিয়ে আইপিএলে টিকে থাকল রাজস্থান

স্পাের্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে টিকে রইল রাজস্থান রয়্যালস। প্রথমে দুর্দান্ত বোলিং, পরে জস বাটলারের দুরন্ত ব্যাটিংয়ে চেন্নাইকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান। দুই দলের প্রথম দেখাতেও জিতেছিল রাজস্থান।

সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টিডিয়ামে ১২৫ রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল স্টিভেন স্মিথের দল। অন্যদিকে এই ম্যাচ হারায় প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেল ধোনির দলের।

শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে বাটলার ও অধিনায়ক স্মিথের ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই ম্যাচ জিতে নেয় রয়্যালসরা। ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান বাটলার। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন তিনি। ২৬ রানে অপরাজিত থাকেন স্মিথ।

এরআগে জোফরা আর্চার, তেওয়াতিয়া, গোপালদের দারুণ বোলিংয়ে চেন্নাইকে কম রানে বেঁধে রাখে রাজস্থান। ৫ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি দলটি। রবীন্দ্র জাদেজার অপরাজিত ৩৫ রানই দলটির পক্ষে সর্বোচ্চ। ধোনি ২৮ বলে ২৮ রান করেন। এছাড়া ২২ রান আসে স্যাম কারেনের ব্যাট থেকে।

এ ম্যাচের মধ্যদিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ম্যাচ খেলার নজির গড়েছেন ধোনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া