adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পাঞ্জাব’ই প্রেরণা মুস্তাফিজদের!

MUSTAFIZস্পোর্টস ডেস্ক :আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম দুটি ম্যাচে তারা মাঠ ছেড়েছে পরাজয়ের গ্লানি নিয়ে। মিশনের শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৫ রানে হেরে গেছে যায় তারা। দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হায়দরাবাদ বিধ্বস্ত হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।  

মৌসুমের সূচনালগ্নে একই পরিণতি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবেরও। প্রথম দুটি ম্যাচে তারাও হেরে যায়। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে পাঞ্জাব। গতকাল রোববার ডেভিড মিলারের দল উড়িয়ে দিয়েছে শক্তিশালী রাইজিং পুনে সুপারজায়ান্টসকে, ৬ উইকেটের ব্যবধানে।

আজ নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে ‘পাঞ্জাব’ই প্রেরণা হতে পারে মুস্তাফিজদের! মিলারের দলের মতো তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে হায়দরাবাদও।

এর জন্য নিজেদের সেরা ঢেলে দেয়ার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানান সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বলেন, ‘গত ও চলতি বছরে আশানুরূপ পারফর্ম করতে পারিনি আমরা। পারিনি নিজেদের প্রমাণ করতে। দলের ভারসাম্য আনতে হবে। ভারতীয় ক্রিকেটারদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা কী পারি, সেটা এখনো দেখাতে পারিনি। বোলিংয়ে আরো ভালো করতে হবে। জয় ছিনিয়ে আনতে এক যোগে ঝাপিয়ে পড়তে হবে আমাদের।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া