adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত আরও পৌনে ৬ লাখ, মৃত্যু ১ হাজার ৩৫৫

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৪৮০ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৫ জনের।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১৪৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৯৬৫ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯১০ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০১ জন এবং শনাক্ত হয়েছে ৯১ হাজার ৩৩ জনের। ইতালিতে আক্রান্ত ৩১ হাজার ৮৮৫ জন এবং মৃত ৪৮ জন। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৭১৮ জন এবং মৃত্যু ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৫১ হাজার ৯৫৪ এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। ব্রাজিলে মৃত ২৮৯ জন এবং আক্রান্ত ৬৮ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৫৭ জন এবং আক্রান্ত ৩১ হাজার ৪ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯০৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০ জন এবং মৃত্যু ২৫ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৬৩ জন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া