adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসের হাসপাতালে ব্রাজিলের কিংবদন্তি পেলে

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের কিংবদন্তি পেলেকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটিই দাবী করছে ফ্রান্সের রেডিও স্টেশন আরএমসি স্পোর্টস। একটি বিজ্ঞাপণী পণ্যের প্রচারণায় পিএসজির তারকা কাইলিয়ান এমবাপের সঙ্গে দেখা যায় ৭৮ বছর বয়সী পেলেকে।

এর আগে গত বছরের জানুয়ারিতেও একবার পেলেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে হাসপাতালে ভর্তির গুঞ্জন ছড়ালেও তার মুখপাত্র জানিয়েছিলেন, পেলেকে হাসপাতালে নেওয়া হয়নি, চিকিতসকের পরামর্শে তাকে বাসায় বিশ্রামে রাখা হয়েছিল।

এদিকে, ব্রাজিলের সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে, জ্বর থাকার কারণে পেলেকে হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে, প্যারিসের হোটেলেই তিনি বিশ্রামে আছেন।

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলের তখন বিভিন্ন পরীক্ষা করা হয়। ২০১৫ সালে কিডনি ও প্রস্টেটে সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে।

অনেকের দৃষ্টিতে, সর্বকালের সেরা ফুটবলার পেলে। ১৯৭০ সালে নিজের শেষ বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে গোল করেন ১২টি। ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবেও গোল্ডেন বল জেতেন এই কিংবদন্তি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া