adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়- ৬ মাসের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ

1296_108114_0নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য নগরীর আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকবে না। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলে তা ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ ৪ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত নীতিমালার অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের দেশের নগর এলাকার আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম চালানোয় অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ কিছুদিন আগে স্বরাষ্ট্র, পূর্ত, এলজিআরডিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমস্যা নিরসনে সুপারিশ বা প্রস্তাব দিতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তারা আজ এই প্রস্তাবনা দিয়েছে।

তিনি বলেন, প্রস্তাবনাগুলোতে একমত হয়েছেন মন্ত্রিসভাও। প্রস্তাবনাগুলো হলো, আবাসিক এলাকার ভবনের বেসমেন্টে শুধু গাড়ি পার্কিং স্থান থাকবে, বার লাইসেন্স বাতিল করতে হবে, কোনো গেস্ট হাউজ থাকতে পারবে না, আর কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকবে না।

সচিব জানান, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে শিগগিরই সরাতে হবে। আর অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া