adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি- সুপ্রিম কোর্টের কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সরে যেতে হয়েছে

CHIEFডেস্ক রিপাের্ট : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টের কারণে সরে যেতে হয়েছে। এ নিয়ে সেখানে আলোচনা-সমালোচনা বা প্রতিক্রিয়া হয়নি। আমাদের আরো পরিপক্কতার পরিচয় দিতে হবে। রোববার সকাল সোয়া ৯ টার দিকে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত শুনানিতে প্রধান বিচারপতি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,  আপনারা মিডিয়ায় অনেক কথা বলবেন, এটা ঠিক নয়। ঝড় তো আপনারাই উঠাচ্ছেন। আমরা ধৈর্য ধরছি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আমি কিন্তু আপনারা বলেছি, আপনাকে নয়।
এসময় প্রধান বিচারপতি বলেন, গত তারিখে কী কথা ছিলো? আলাপ আলোচনা করার কথা হয়েছিলো। কার সঙ্গে কে কে থাকবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ল’ মিনিস্টার। এসময় বিচারপতি ওয়াহ্হাব মিঞা বলেন, অল দ্যা জাজেস অব অ্যাপিলেট ডিভিশন। এতই আমরা ইয়ে হয়ে গেলাম আলোচনা পর্যন্ত করলেন না? প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, মিডিয়াতে অনেক কথা বলেন। কোর্টে এসে অন্য কথা বলেন। আপনাকে নয়। আপনাদের বলছি। আপনিই বলেন। কবে কী হবে। আপনারা ঝড় তুলছেন। আমরা কোনো মন্তব্য করছি?
এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, না আপনারা করেননি। প্রধান বিচারপতি বলেন, আপনার চাওয়া মতো ৮ তারিখ রাখলাম।

এ সময় ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, আমার আবেদনটি শুনানি করেন। জবাবে প্রধান বিচারপতি বলেন, আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি। যথেষ্ট ধৈর‌্য ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী কে ইয়ো (অযোগ্য) করেছেন। সেখানে কিছুই (আলোচনা সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার। পরে আদালত সরকারকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া