adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ বললেন -আন্দোলনের ইস্যু তৈরি করতেই বিএনপির ভোট বর্জন

Hanif-1নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বেগম খালেদা জিয়ার পূর্বপরিকল্পিত। আন্দোলনের নামে নতুন একটি ইস্যু তৈরি করতেই তিনি এটা করেছেন।’
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিন সিটি নির্বাচন থেকে বিএনপির সরে আসার সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচনে অনিয়ম এবং কারিচুপির অভিযোগ করলেও তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেননি। নির্বাচনী কাজে বিএনপির এজেন্ট দেয়ার ক্ষমতা ছিল না। তারা এজেন্ট দিতে পারেনি। এজন্য কোনো কোনো কেন্দ্রে বিএনপির এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ লাঞ্ছিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অধ্যাপক এমাজউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হয়েও গত তিন মাসে খালেদা জিয়ার জ্বালাও পোড়াও আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে আসছিলেন। এ কারণে আন্দোলনে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির রোষানলের শিকার হলে তার দায় সরকারের নয়।’

হানিফ বলেন, ‘খালেদা জিয়া গণধিকৃত হয়ে আন্দোলন থেকে সরে আসার পথ খুঁজছিলেন। এরই কৌশল হিসেবে তিনি সিটি নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি যেসব প্রার্থী দিয়েছেন তারা সবাই অযোগ্য। দলে ভালো প্রার্থী থাকলেও তিনি মনোনয়ন দেননি।’
চট্টগ্রাম প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘চট্টগ্রামে অনেক যোগ্য নেতা থাকা সত্বেও এম মনজুর আলমকে প্রার্থী করা হয়। তাকে বলির পাঠা বানানোর জন্যই মনোনয়ন দেয়া হয়েছিল।’
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ বলেন, গত তিন মাসে আন্দোলনের নামে খালেদা জিয়া দেড়শ’ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। এক হাজার মানুষকে দগ্ধ করেছেন। তিনি আবার আন্দোলন করার জন্য নির্বাচন থেকে সরে এসেছেন।
চিরকুট প্রসঙ্গে তিনি বলেন, ব্যালট পেপারের জন্য প্রিজাইডিং অফিসারের কাছে ভোটার নম্বর দেখাতে হয়। অজ্ঞতাবশত মওদুদ সাহেব স্লিপকে চিরকুট বলেছেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। এ সময় নির্বিঘ্নে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান হানিফ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া