adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাতিল হলো অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন

muhit-3_105699নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ডাকা জরুরি সংবাদ সম্মেলন শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, গভর্নর আতিউর রহমান পদত্যাগ করার পর সংবাদ সম্মেলনটি বাতিল করা হলো।তা ছাড়া বিকালে অর্থমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা। আজ ১৫ মার্চ সকাল ১১টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে বেলা আড়াইটায় করা হয়।সকালে গভর্নর আতিউর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি পদত্যাগ করতে প্রস্তুত এবং তবে তার আগে আমি প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি ব্যাখ্যা করতে চাই। এর পরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার কার্যালয়ে ছুটে যান এবং সেখানে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর পরই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।

রিজার্ভ চুরির ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় তখন সোমবার বিকালে প্রথম জানানো হয় এই সংবাদ সম্মেলনের কথা।

রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী ক্ষুব্ধ। তিনি গতকাল মন্ত্রিসভার বৈঠকেও এই ক্ষুব্ধতা প্রকাশ করেন। সোমবার বিকালে গভর্নর আতিউরকে অর্থমন্ত্রী সচিবালয়ে ডাকলেও দিল্লি থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে নেমে গভর্নর সোজা তার গুলশানের বাসায় চলে যান। পরে তিনি মন্ত্রীকে ফোন করে শরীর খারাপের কথা জানিয়ে দেন। এরপরই অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন ডাকেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া