adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রি নিয়ে রাশিয়ান বিমানের সিরিয়া অবতরন

184761030প্রাথমিক ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রি নিয়ে রাশিয়ার একটি বিমান রবিবার সিরিয়ার পোর্ট সিটি লাটাকিয়ায় অবতরন করেছে।
 
বিমানটি পৌছানোর পর শহরটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রধান এবং কয়েক ডজন সেনা সদস্যরা এসে বিমানের অভ্যšত্মরীন মালামাল খালাস করে নেয়।
 
রাশিয়ার অনলাইন মিডিয়া ভেসতি.কম এর মতে বিমানটিতে প্রায় ৪০ টন ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রী ছিল।
 
গত সপ্তাহে পুতিন ও বাসার আল আসাদ পরস্পর টেলিফোনে যোগাযোগের সময় রাশিয়া এই সাহায্যের ব্যাপারে সিরিয়াকে আস¯ত্ম্য করে।
 
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এর মূখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ দ্বিপক্ষীয় আলোচনায় আসাদ তার দেশের জনগনের  স্বাস্থ্য সমস্যা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করে রাশিয়ার সাহায্যের আবেদন করেন।
 
উল্লেখ্য যে সিরিয়ার আড়াই বছরের গৃহ যুদ্ধে প্রায় ১০০০০০০ লাখেরও বেশি মানুষ মারা গেছে, কয়েক লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং অসংখ্য মানুষ পাশ্ববর্তী দেশগুলোর রিফিউজি ক্যাম্পে মানবেতর জীবন যাবন করছেন। এসব দুরবস্থার জন্য সিরিয়া ব্যাপকভাবে আšত্মর্জাতিক সমালোচনার সম্মুক্ষিন হয়।
 
এ দীর্ঘ যুদ্ধকালীন সময়ে রাশিয়া সিরিয়াকে ব্যাপক অস্ত্রসস্ত্র ও চিকিৎসা সামগ্রি দিয়ে সাহায্য করে আসছে এবং রাশিয়া মধ্যস্থতা করে সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলা প্রতিরোধ করতে সক্ষম হয় এবং শাšিত্মপূর্ন  রাসায়নিক অস্ত্রের নিরস্ত্রীকরনে ভূয়সী ভুমিকা পালন করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া