adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও হারল শেখ জামাল

Jamal+1ক্রীড়া প্রতিবেদক : এএফসি কাপের মূল পর্বে এবার নিজেদের মাঠেও হেরেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের দল সেরেস লা সালের কাছে শফিকুল ইসলাম মানিকের দলের হারটি ২-০ গোলের।

 
‘ই’ গ্রুপের এ নিয়ে টানা দুই ম্যাচ হারল শেখ জামাল; ট্যাম্পাইন রোভার্সের কাছে ৪-০ গোলে হেরে মূল পর্ব শুরু করেছিল মানিকের শিষ্যরা। অন্য দিকে সেলেনগোর এফএর সঙ্গে আগের ম্যাচে ড্র করা সেরেস প্রথম জয়ের স্বাদ পেলো।

গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ১৫ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামেই মালয়েশিয়ার দল সেলানগোর এফএর মুখোমুখি হবে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে চালকের আসনে বসে ফিলিপাইনের ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা। অষ্টম মিনিটে ম্যানুয়েল ওটের শট পোস্টের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর প্রতিপক্ষের রক্ষণে চাপ অব্যহত রেখে ২৬তম মিনিটে এগিয়ে যায় অতিথি দলটি।

পোস্টের খুব কাছাকাছি থেকে আদ্রিয়ান গালারদোর শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক শহিদুল আলমের হাতে লেগে ঠিকানা খুঁজে পায়।

পিছিয়ে পড়া শেখ জামালের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় সেরেস। স্বাগতিক দলের দুই ডিফেন্ডারের চোখের সামনে থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন গালারদো।

দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় প্লে অফের বাছাইয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠা শেখ জামাল। কিন্তু প্রতিপক্ষের গতি আর ছন্দময় ফুটবলের সামনে নিষ্প্রাণ খেলা তপু-লিংকনরা পেরে ওঠেনি। এর মধ্যে আবার দুটি প্রচেষ্টা ব্যর্থও হয়।

প্রতিআক্রমণ থেকে ৩৯তম মিনিটে এমেকা ডারলিংটনের শট পোস্টে লেগে ফেরে। এরপর প্রথমার্ধের শেষ দিকে ওয়েডসেন আনসেলমের ফ্রি কিকে ইয়াসিনের হেড দারুণ দক্ষতায় ফেরান সেরেস গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের ফেরার সুযোগ পেয়েছিল শেখ জামাল। ৭৪তম মিনিটে এমেকার বাড়ানো বলে ওয়েডসেনের ভলি ফেরান সেরেস গোলরক্ষক। একটু পর ইয়াসিন দ্বিতীয় হলুদ কার্ড দেখলে স্বাগতিকদের ম্যাচে ফেরার আশা আরও ফিকে হয়ে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া