adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সময় পার করছেন এরশাদ

a5গত ২ বছরে অšত্মত ১০বার বেরিয়ে আসার ঘোষনা দিয়েও মহাজোট ছাড়তে পারেননি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সর্বশেষ শনিবার জাতীয় যুব সংহতির অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘আমরা আর মহাজোটে নেই। আমাদের সভাপতিমন্ডলীর সদস্য জি এম কাদেরও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।’

এদিকে, এরশাদের একেক সময় একেক ধরনের কথার প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, এরশাদ এখন সময় পার করছেন। তিনি দেখছেন কোন দিকে গেলে তার লাভ হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, ‘এরশাদ একজন ধূর্ত রাজনীতিবিদ। তিনি আসলে নানা ধরনের কথা বলে সময় পার করছেন। তিনি দেখছেন কোন দিকে গেলে তার লাভ হবে। তাই তিনি ঠিক এখনই কোন সিদ্ধাšত্ম নেবেন না।’

শাšত্মনু মজুমদার বলেন, ‘এরশাদ দু'টি বিষয় বিবেচনায় নিচ্ছেন। আর তা হল সরকার পরিবর্তন থেকে তিনি কী ফায়দা পাবেন। আর শেষ বয়সে তাকে যেন আর কারাগারে যেতে না হয়। তাই যারা ক্ষমতায় যাবে বলে এরশাদের কাছে মনে হবে তিনি শেষ পর্যšত্ম তাদের দিকেই থাকবেন।’

তবে এরশাদ কি করবেন তা নিয়ে এখনো কথা বলার সময় আসেনি বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এরশাদ সাহেবের শেষ কথা শোনার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে।’ আর কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক দৃশ্য পটে রংধনুর আবির্ভাব হবে বলে মন্তব্য করেন তিনি।

অপরদিকে এরশাদের নতুন জোট গঠনের বা¯ত্মব রূপ কবে দেখা যাবে তা নিয়ে সংশয় ছিল অনেকরই। এখনো যে সংশয় কেটেছে তা নয়। তবে এরশাদকে এখন আগের চেয়ে একটু ‘সাহসী' মনে হচ্ছে।

দুই নেত্রীর ফোনালাপের আগে প্রধানমন্ত্রী প্রথম যে প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি হলেন এরশাদ। গণভবনে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছিলেন, জাতীয় পার্টি নির্বাচনে যাবে। তবে পরদিন এরশাদ এর প্রতিবাদ করেন।

এরপর নতুন জোট গঠনের কথা বলেন এরশাদ । কথা ছিল গত বৃহস্পতিবার নতুন জোটের ঘোষণা আসবে। কিন্তু এরশাদ পিছটান দেয়ায় নতুন জোটের দেখা মেলেনি বৃহস্পতিবার। এর এতে ক্ষুব্ধ হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী। তিনি এরশাদকে উদ্দেশ্য করে বলেন, ‘এত বেশি খেলা ভালো নয়।’

শনিবার জাতীয় যুব সংহতির অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘নির্বাচনে অংশ নিলে সবাই বেঈমান বলবে। আবার নির্বাচনে অংশ না নিলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত।’

তিনি বলেন, ‘যেখানেই যাই লোকে বলে, দুই মহিলাকে চাই না। আপনাকে ভোট দেব। আমি কি যে বোঝা বহন করছি তা জানি না। পথ 
হারিয়ে ফেলেছি। দিশেহারা হয়ে পড়েছি। কিন্তু মানুষ মুক্তি চায়।’

তিনি তার বক্তব্যে মহাজোট ছাড়ার ঘোষণা না দিলেও অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে বলেন, ‘মহাজোটের মধ্যে ছিলেন আমার ভাই (মন্ত্রী জি এম কাদের)। তিনি পদত্যাগ করেছেন। কাজেই মহাজোটের সঙ্গে আমাদের সেভাবে সম্পর্ক নেই৷ দু'এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে নতুন জোটের ঘোষণা দেয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া