adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দরবৃদ্ধিতে স্বল্পমূলধনী কোম্পানির আধিপত্য

DSE-LOGO ডেস্ক রিপোর্ট : দরবৃদ্ধিতে স্বল্পমূলনী কোম্পানিগুলোর আধিপত্যে চলছে দেশের শেয়ারবাজারের লেনদেন। এ কারণে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বাড়লেও সূচকের পতনে চলছে লেনদেন। রবিবার প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কমেছে ৪০.৩৫ পয়েন্ট। এর ফলে বেলা ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬১৭.৫৯ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। তবে দরবৃদ্ধিতে এগিয়ে রয়েছে স্বল্পমূলধনী কোম্পানিগুলো। অপরদিকে বড় মূলধনী কোম্পানিগুলোর বেশির ভাগেরই দর কমেছে।

দরবৃদ্ধির শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাকটরিজের। এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৯.৮৫ শতাংশ। দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে থাকা বিডি অটোকারের দর বেড়েছে ৯.৭৭ শতাংশ। তৃতীয়স্থানে থাকা নর্দার্ন জুটের দর বেড়েছে ৮.৭৩ শতাংশ। দরবৃদ্ধির শীর্ষে থাকা সবগুলো কোম্পানিই স্বল্প মূলধনী কোম্পানি। শুধু এ ৩টিই নয়, অপর যেসব কোম্পানির শেয়ারের দর বেড়েছে তার অধিকাংশই স্বল্পমূলধনী কোম্পানি। অপরদিকে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দর কমেছে।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির পরও সূচকের পতনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা নিজাম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বল্পমূল্যের কোম্পানিগুলো দরবৃদ্ধিতে এগিয়ে রয়েছে। কিন্তু বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমেছে। বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমে যাওয়ার কারণেই সূচকের পতন ঘটছে বলে জানান তিনি।

এদিকে প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে এমারল্ড অয়েল। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার। ৬ কোটি ৮৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। তৃতীয় স্থানে থাকা আইটি কনসালেটেন্টসের লেনদেনের পরিমাণ হচ্ছে ৬ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ইউনাইটেড পাওয়ার, সি অ্যান্ড এ টেক্সটাইল, ঢাকা ডায়িং।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৪.৩৭ পয়েন্ট বেড়ে ৮৬৫০ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১০ কোটি ২২ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া