adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ জিবি র‌্যামে আসছে ওয়ান প্লাস ৩

333ডেস্ক রিপোর্ট : চীনের ফ্লাগশিপ কিলার হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটি এই পর্যন্ত তিনটি ফোন বাজারে ছেড়েছে। এগুলো হলো, ওয়ান প্লাস ওয়ান, টু এবং এক্স। যেটাকে বলা হচ্ছে মিনি ফোন। এবার ওয়ান প্লাসের ব্যানারে আসতে চলেছে ওয়ান প্লাস থ্রি। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এর র‌্যামে। এতে ৬ জিবি র‌্যাম থাকবে। 

ফোনের খবর প্রচারকারী বেশ কয়েকটি ওয়েবসাইটে ওয়ান প্লাসের নতুন ফোনটির বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে। এসব ওয়েবসাইটের মধ্যে আছে, গিক বেঞ্চ এবং জিএফক্স বেঞ্চ।

গিক বেঞ্চে জানিয়েছে, ওয়ান প্লাস থ্রির মডেল রেইন রেইন এ৩০০০। এতে অ্যানড্রয়েড ৬.০.১ মার্সম্যালো অপারেটিং সিস্টেম থাকবে। ফোনটির প্রসেসর হবে ফোর কোরের কোয়ালকমের ১.৫৯ গিগাহার্জ।

৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া