adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুললো পেশোয়ারের রক্তাক্ত সেই স্কুল

4আন্তর্জাতিক ডেস্ক : দুঃসহ শোক কাটিয়ে দীর্ঘ প্রায় একমাস পর খুললো পাকিস্তানের পেশোয়ারের আর্মি পাবলিক স্কুল। গত ১৬ ডিসেম্বর শান্ত সকালে তালেবানি হত্যাযজ্ঞে রক্তপ্রবাহে রূপ নেওয়া সেই স্কুলটি শোকের ভারে বন্ধ ছিল এতোদিন। সোমবার (১২ জানুয়ারি) ক্লাসসহ যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানটিতে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই হত্যাযজ্ঞের পর তালেবানের বারবার হুমকি সত্ত্বেও দেশবাসীর অনুরোধের প্রেক্ষিতে প্রায় একমাসের মাথায় এ স্কুল খোলার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী ও সরকার। তবে, এবার নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সেনানিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত স্কুলটিতে। তালেবান জঙ্গিদের হামলার পর থেকে ওই স্কুলটি ছাড়াও পাকিস্তানের সব স্কুলে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছে সরকার। স্কুলটিতে ইতিহাসের বর্বরতম গণহত্যা চালানোর পর তালেবান জঙ্গিসহ সন্ত্রাস নির্মূলে তাদের মৃত্যুদণ্ডাদেশের ওপর স্থগিতাদেশ বাতিল করে সকার। তালেবানের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ ওয়াজিরিস্তান ও খায়বার পাখতুনখওয়াসহ বেশ কিছু এলাকায় সরকারি বাহিনীর হামলায় বিপুলসংখ্যক তালেবান জঙ্গি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী পরিচালিত ওই স্কুলে হামলা চালানো হয়। ১৬ ডিসেম্বরের ওই হামলায় ১৩২ শিশুসহ অন্তত ১৪২ জনকে হত্যা করে জঙ্গিরা। এই হামলায় তালেবানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। নির্বিচারে নিষ্পাপ শিশু হত্যার নিন্দা জানায় খোদ তালেবানের আফগান শাখাও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া