adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গিবাদের বিরুদ্ধে আসছে লক্ষাধিক ওলামার ফতোয়া

2016_01_13_16_07_49_BFCv2LarraWr7nBctT1vDUfM2w55Vt_originalডেস্ক রিপোর্ট : জঙ্গিবাদের বিরুদ্ধে আসছে লক্ষাধিক ওলামার স্বাক্ষরিত ফতোয়া। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না, ওই ফতোয়ায় এমনটাই বলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচা স্বাধীনতা হলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের নেতাদের সাথে আলেম-ওলামাদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা লক্ষাধিক ওলামাকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে একটি ফতোয়া তৈরি করছি। সেখানে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার স্বাক্ষর হয়ে গেছে।’

জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তৃণমূল পর্যায়ে যতোটুকু খবর আছে, তাদের মাজা ভেঙে গেছে। গণবিচার মঞ্চের আন্দোলনের মাধ্যমে তারা একেবারে নিচিহ্ন হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের একজন ছিলাম। ওই সময় অনেক ওলামায় কেরামও মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। অনেকেই সক্রিয় ছিলেন, কেউ হয়তো সরাসরি নয় নীরবে সমর্থন দিয়েছিলেন। রাজাকারের একটি ক্ষুদ্র দল ইসলামের নামে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে।’

এসময় নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘আমার দাড়ি-টুপির বিরুদ্ধে নই। যারা ইসলামের নামে সন্ত্রাস করে, ধর্মের নামে যারা অপর্কম করে, দাড়ি-টুপি পড়ে মানুষ হত্যা করে, আমরা তাদের বিরুদ্ধে। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে সরকার সোচ্চার রয়েছে।’

সিনিয়র সাংবাদিক ও সংগঠনের যুগ্ম-আহ্বায়ক আবেদ খান বলেন, ‘পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীদের বিচার আমরা ট্রাইব্যুনালের মাধ্যমে আইনগতভাবেই করতে পারি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ-গণবিচার নেতাদের সঙ্গে আলেম ওলামারা একমত হয়েছেন। তারা আমাদের আন্দোলনের সঙ্গে থাকবেন।’

সভায় গণবিচার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আবেদ খান, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, ইসমত কাদির গামা, সদস্য সচিব কামাল পাশা চৌধুরী, কামরুল আলম সবুজ, মাওলানা আব্দুল আলীম ফরিদী, ব্যারিস্টার জুনুদ উদ্দিন যাকতুম, মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা আবুল ফাতাহ কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখও বক্তব্য রাখেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া