adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সিভিল সার্ভিস পরীক্ষায় (আইএএস) শীর্ষস্থান পেয়েছিলেন কাশ্মিরি যুবক শাহ ফয়সাল। কিন্তু গত ৯ জানুয়ারি সরকারি চাকরি থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফার আগে এক টুইটবার্তায় তিনি লেখেন, “কাশ্মিরিদের জীবনেরও মূল্য আছে।”

সরকারি আমলা হয়ে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করার ফল ফয়সালের জন্য ভালো হয়নি। আর সে কারণেই চাকরি ছেড়ে দেন তিনি। এখন তিনি কাশ্মিরে র‌্যালি করছেন এবং শান্তির জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

সোমবার ভারত অধিকৃত কাশ্মিরের উত্তরাঞ্চলীয় জেলার কুপওয়ারায় শাহ ফয়সালের কথা শোনার জন্য মানুষ তুষারপাতকে উপেক্ষা করে জড়ো হয়। মূলধারার রাজনীতিবিদদের সমাবেশের চেয়েও বড় বেশি ভিড় হয়েছিল এ র‌্যালিতে।

ব্ক্তব্যে শাহ ফয়সাল বলেন, ‘গত ১০ বছরে আমি একজন সিনিয়র সরকারি কর্মকর্তা হিসেবে অনেক অন্যায়ের সাক্ষী হয়ে রয়েছি, এই বছরগুলোতে আমার হৃদয় আগুনে পুড়ছিল। অন্যায় দেখে বেশির ভাগ সময় অসহায় বোধ করতাম। আমি সেই সময় কথা বলতে পারিনি এবং কাশ্মিরের জনগণের জন্য কাজ করার সুযোগ খুঁজছিলাম’।
অপহরণকৃত কাশ্মিরিদের হত্যা, নয়া দিল্লিতে হিন্দুত্ববাদীদের হাতে কাশ্মিরিদের তথা মুসলিমদের কোণঠাসা হওয়ার সমালোচনা করে কয়েক সপ্তাহ আগে ফয়সাল ভারতের সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দেন। ২০১০ সালে মাত্র ২৬ বছর বয়সে আইএএস পরীক্ষায় কাশ্মিরের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন ফয়সাল। কৃতিত্বপূর্ণ অর্জনের কারণে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ভূস্বর্গের অন্যান্য তরুণ প্রজন্মের প্রতীক ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন তিনি।

তাকে রোল মডেল বানানোর অভিপ্রায় ছিল ভারতের। ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহে অনেক তরুণকে আকৃষ্টকারী শহীদ স্বাধীনতাকামী কমান্ডার বুরহান ওয়ানি। ওয়ানির সাথে অনেক পার্থক্য রয়েছে ফয়সলের। তারপরও ফয়সল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের বিরাগভাজন হয়েছিলেন। চাকরি থেকে অব্যাহতি নিয়ে সরকারি সাবেক এই আমলার রাজনীতিতে নতুন ইনিংস শুরু করা ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচিত ঘটনা হয়ে উঠেছে।

ধর্ষণ নিয়ে সরব হয়েছিলেন তিনি। তার রাজনীতিতে যোগ দেয়ার খবর প্রকাশ্যে এনেছেন ভারত অধিকৃত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোস্যাল মিডিয়ায় ফয়সালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, ‘আমলা হিসেবে ক্ষতিগ্রস্ত হলেও রাজনীতিতে আসার সুযোগ হলো।’ সবকিছু ঠিকঠাক চললে আসন্ন লোকসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের হয়ে ভোটের লড়াইও করতে পারেন ফয়সাল।

২০১৮ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন প্রান্তের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন তিনি। টুইটারে লেখেন, ‘জনসংখ্যা, পিতৃতন্ত্র, অশিক্ষা, মদ, পর্নোগ্রাফি, প্রযুক্তি ও অরাজকতার ফলে দেশ রেপিস্তান হয়ে গেছে।’ আরেক পোস্টে লিখেন, ‘কাশ্মিরিদের হত্যা থামাতে সদিচ্ছা দেখাচ্ছে না কেন্দ্রীয় সরকার। রাজ্যের বিশেষ মর্যাদার ওপরেও আঘাত হানার চেষ্টা হচ্ছে। হিন্দুত্ববাদীদের চাপে দেশের ২০ কোটি মুসলিম কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে।’

ফয়সাল ভারত অধিকৃত কাশ্মিরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ধারাকে ভারত ও ওই রাজ্যের মধ্যে ‘বিয়ের দলিল’-এর সাথে তুলনা করেন।

এসব কথাবার্তার কারণে তার বিরুদ্ধে সার্ভিস রুল ভাঙার অভিযোগ আনা হয় এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। মোদি সরকারের সমালোচনায় ফয়সাল বলেন, ‘রিজার্ভ ব্যাংক, সিবিআই, এনআইএ’র মতো প্রতিষ্ঠানে হস্তক্ষেপ এ দেশের সাংবিধানিক কাঠামোকে নষ্ট করে দিতে পারে। আমি ফের জানাতে চাই, দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বেশি দিন চুপ করিয়ে রাখা যাবে না।’

তবে কাশ্মিরিদের হত্যার প্রতিবাদে চাকরি ছাড়লেও ফয়সাল বলেছেন, তিনি স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করছেন তাদের সাথে যোগদান করবেন না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া