adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর চোট নিয়ে চিন্তিত পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিনই বাকি। কিন্তু পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর চোট নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি। তবে দলের সেরা তারকার সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত খুশি মনেই অপো করতে চান কোচ পাওলো বেন্তো।
শনিবার গ্রিসের বিপে প্রীতি ম্যাচের দলে রোনালদোকে রাখেননি কোচ। রোনালদোর সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, তার চোট পরীা করা হয়েছে এবং বেশ কিছু সমস্যা দেখা গেছে। 
ঊরুর চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শেষ কয়েক ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তবে চোট কাটিয়ে গত ২৪ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিলেন গত বছরের ফিফা ব্যালন ডি’অর জেতা এই তারকা। আতলেতিকোর বিপে ৪-১ ব্যবধানে জেতা সেই ম্যাচে রোনালদো পেনাল্টি থেকে গোলও করেন।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১২০ মিনিট খেলার পর রোনালদো জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি শতভাগ ফিট ছিলেন না। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও পর্তুগালের বিশ্বকাপ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন রোনালদো। তবে এখনও অনুশীলন শুরু করেননি তিনি।
১৫ জুন জার্মানির বিপে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। জি’ গ্র“পের অন্য দুই দল ঘানা ও যুক্তরাষ্ট্র।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া