adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে আকস্মিক বৈঠকে রওশন এরশাদ

PMনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সংসদে প্রধানমন্ত্রীর লবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্টা ব্যাপী দু’জন একান্তে আলাপ করেন। 

বৈঠক থেকে বেরিয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম।’ 

তিনি বলেন, ‘ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।’ এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। 

এদিকে প্রধানমন্ত্রী ও রওশন এরশাদের আকস্মিক বৈঠক নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলামেইলকে বলেন, ‘মূলত বিরোধী দলীয় নেত্রী জাতীয় পার্টির বর্তমান নাজুক ও ভঙ্গুর অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়ার জন্য ও তাকে অবহিত করার জন্য হঠাত এ বৈঠক করেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তাকে (রওশন) জাতীয় পার্টির এ অবস্থার অবসান হবে বলেও আশ্বস্ত করেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া