adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফের সভাপতি হলে তরফদার রুহুল আমিন ফুটবলে ব্যয় করবেন ৩২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশিয় ফুটবলের ইতিহাসে নজিরবিহীন ঘটনার জম্ম দিলেন এক ফুটবল প্রেমী। ফুটবলকে তিনি এতোটাই ভালবাসেন যে, গত ১০ বছরে ফুটবলের করুণ চিত্র দেখে কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। কেন এই করুণ চিত্র, জানার চেষ্টা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। শেষ পর্যন্ত জানতে পারলেন আর্থিক টানাপোড়েনে এগুতে পারছে না বাংলাদেশের ফুটবল।

এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে এগিয়ে আসলেন এক নতুন ফুটবল সংগঠক, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচীব ও সাঈফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। ফুটবলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ইতোমধ্যে অনেক কর্মসূচি পালন করেছেন তিনি।

গত চার বছরে তিনি ব্যক্তিগতভাবে ফুটবলের পেছনে খরচ করেছেন ১৩০ কোটি টাকা। বাফুফের আয়োজনে বিভিন্ন টুর্নামেন্টের স্পন্সরশীপবাদ, ঢাকা মহানগরী প্রথম বিভাগ, দ্বিতীয়, তৃতীয় বিভাগ এবং চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোকে আর্থিক সহায়তা দিয়েছেন।

এছাড়া জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে টাকা দিয়েছেন নিয়মিত ফুটবল মাঠে রাখতে। ফুটবলকে চাঙ্গা করতে গঠন করেছেন বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। যে সংস্থার সভাপতি তরফদার নিজেই। তিনি ‘সাঈফ স্পোর্টিং’ নামে একটি ফুটবল ক্লাবও গঠন করেছেন। যে ক্লাবটি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে। মুক্তহস্তে ফুটবলের পেছনে অঢেল অর্থ খরচের কারণে খুব দ্রুতই ফুটবল অঙ্গণে প্রাণ-পুরুষ হিসাবে খ্যাতি পেয়েছেন।

যে কারণে নগরীর ক্লাবগুলো এবং বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা মনে করছে, দেশীয় ফুটবলের শাসক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বভার তরফদার রহুল আমিন পেলে আর্থিক দৈণ্যদশা থেকে মুক্তি পাবে দেশের ফুটবল, পাশাপাশি দেশব্যাপী ফুটবলের উত্তরোত্তর উন্নতিও হবে।

এ ব্যাপারে তরফদার রুহুল আমিন বলেন, ফুটবল সংগঠকরা আগামীতে আমাকে বাফুফের সভাপতি হিসাবে দেখতে চাইছেন। আমিও সিদ্ধান্ত নিয়েছি ২০২০ সালের নির্বাচনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। তিনি বলেন, বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলের একজন কিংবদন্তী। ফুটবল অঙ্গণে তিনি সকল আলোচনার ঊর্ধে। রুহুল আমিন আরও বলেন, আসন্ন নির্বাচনে সালাউদ্দিন চতুর্থবারের মতো সভাপতি পদে লড়বেন শুনেছি। তার নির্বাচন করাটা কতোটা যুক্তি সঙ্গত, ফিফার নিয়ম নীতি লঙ্ঘন হবে কীনা সেটা তিনি ভালো বলতে পারবেন।

তরফদার রুহুল আমিন বলেন, গত ১০ বছর সালাউদ্দিন পরিকল্পনা ছাড়াই ফুটবল চালিয়েছেন। যে কারণে দেশের ফুটবলের অনেক ক্ষতি হয়েছে। খাদের কিনারে পড়ে আছে ফুটবল। আমি বাফুফের দায়িত্ব পেলে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনবো। ফুটবলের নানা কর্মসূচির মধ্য দিয়ে আমার বছর অতিক্রান্ত হবে। তিনি বলেন, ফুটবলের জাগরণ সৃষ্টি করতে প্রতি বছর কম পক্ষে ৮০ কোটি টাকা করে চার বছরের মেয়াদে ৩২০ কোটি টাকা খরচ হবে। রুহুল আমিন বলেন, এই টাকার বেশিরভাগই আমি ব্যক্তিগতভাবে বহন করবো। বাকিটা প্রতি বছর ফিফার দেয়া সাড়ে ৭ লাখ ডলার আর স্পন্সরশীপ থেকে মেটানো হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া