adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিত শর্মার প্রশংসায় সৌরভ

GANGULIস্পোর্টস ডেস্ক : বিদেশের মাটিতে ভারতের করুণ দশা নিয়ে কম কথা হয় না। ‘দেশে বাঘ, বিদেশে বিড়াল’ এই অপবাদ যেন টিম ইন্ডিয়ার গায়ে ভালোভাবেই সেটে আছে। সেই বিদেশের মাটিতে (পার্থে) সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত শর্মা করেছেন অপরাজিত ১৭১ রান। সত্যিই অসাধারণ! প্রশংসার দাবিদার। হ্যা, দিন না পেরুতেই সৌরভ গাঙ্গুলির প্রশংসা কুড়িয়েছেন রোহিত। ২৮ বছর বয়সী এই ওপেনারকে ‘বিশ্বমানের ব্যাটসম্যান’ বললেন বিদেশের মাটিতে ভারতের সফল অধিনায়ক সৌরভ।
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘রোহিত অসাধারণ ব্যাটসম্যান৷ আজ আমি তার ব্যাটিং পুরোটা দেখেছি৷ দারুণ খেলছিল। সে ক্রিজে থাকলে খেলাটা অনেক সহজ মনে হয়৷ রোহিত বিশ্বমানের ব্যাটসম্যান।’
টি-২০ ও ওয়ানডেতে রোহিতের আধিপত্য চোখে পড়ার মতো। কিন্তু টেস্টে যেন খেই হারিয়ে ফেলেন। দীর্ঘ ফরম্যাটে তার ব্যাট যেন হাসতেই চায় না। এ নিয়ে গাঙ্গুলির কণ্ঠেও ঝড়ছে আক্ষেপ, ‘রোহিত টেস্টে কেন যে এভাবে ব্যাট করতে পারে না, এটা ভাবতেই আমার খারাপ লাগে৷’
ওয়াকায় রোহিতের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৩০৯ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। কিন্তু স্টিভেন স্মিথ (১৪৯) ও জর্জ বেইলির (১১২) জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে পরাস্ত হয় মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই হারকে খুব বড় করে দেখছেন না সৌরভ। তিনি বলেন, ‘নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া যথেষ্ট কঠিন দল। তবে এটাও মানতে হবে, ৩১০ যে কোনো মাঠেই বড় রান৷ আমাদের দলে ভালো ফাস্ট বোলার দরকার৷ বরিন্দর  আজ ভালো বল করেছে৷ তার হাতে পেস ও সুইং আছে৷ উচ্চতাও দারুণ৷ যথেষ্ট প্রতিভাবান সে৷ ভবিষ্যতে সে আরো ভালো করবে বলে আমি আশাবাদী।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া