adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মাদ্রাসাগুলো জঙ্গি নিয়োগের কেন্দ্র’

shahriyaডেস্ক রিপোর্ট : সন্ত্রাসবাদের মূল বিপণন কেন্দ্র পাকিস্তান। সেখান থেকে জঙ্গিরা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, এতে মদত দিচ্ছে সৌদি আরব। আর মাথার ওপরে আছে আমেরিকা’।
সম্প্রতি পশ্চিমবঙ্গের কোলকাতায় এক আলোচনা সভায় বাংলাদেশের একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এ মন্তব্য করেন।
সন্ত্রাসবাদ ইস্যুতে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে  তিনি বলেন, ‘বাংলাদেশের মাদ্রাসাগুলো জঙ্গি নিয়োগের কেন্দ্রে পরিণত হয়েছে। এসব মাদ্রাসা আধুনিক জ্ঞান-বিজ্ঞান শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।’
তবে সন্ত্রাসবাদ ইস্যুতে ভিন্নভাবে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরলেন কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জকি আহাদ। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, দেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ তার সরকার বরদাস্ত করবে না। সন্ত্রাসবাদের জন্য বাংলাদেশের সব রাস্তা বন্ধ। সন্ত্রাসের কোনো দেশ থাকে না, ভাষা থাকে না।’
ডেপুটি হাইকমিশনার জকি আহাদ সন্ত্রাসবাদ ইস্যুতে এ ধরণের মন্তব্য করলেও বস্তুত তার সঙ্গে সহমত পোষণ না করে শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষা দেওয়া হয় না। সেখানে জঙ্গিবাদ লালন করা হয়। তার মতে ‘মুক্ত চিন্তার বিপক্ষেই মৌলবাদীদের যত রাগ। সেটা যে কোনো ধর্মের মৌলবাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে উপমহাদেশে অসহিষ্ণুতার সংস্কৃতি বাইরে থেকে আনা হয়েছে। এটা ভারত বা বাংলাদেশের সহজাত নয়।’
গত শনিবার কোলকাতার গোর্কি সদনে ‘সন্ত্রাসমুক্ত পৃথিবীতে সাংস্কৃতিক পরিম-লে কূটনৈতিক আদান-প্রদান’ শীর্ষক এক আলোচনা সভায় অসহিষ্ণুতা, সন্ত্রাসবাদ ইত্যাদি প্রসঙ্গ এসব বিষয় উঠে আসে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়েদ তানভীর নাসরীন সঞ্চালনায় গোর্কি সদনের ওই আলোচনা সভায় বিশিষ্টদের মধ্যে রাশিয়ার ডেপুটি কনসাল জেনারেল মিখাইল গিউসে, কূটনীতিক বিশেষজ্ঞ অধ্যাপক গীতেশ শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। রেডিও তেহরান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া