adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরো দেশটাকে লুট করে নিয়েছে সরকার : ফকরুল

FAKRULনিজস্ব প্রতিবেদক : সব খাতে নজিরবিহীন দুর্নীতি চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশটাকে লুট করে নিয়েছে সরকার।

বিএনপি নেতা তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনায় এ কথা বলেন বিএনপি নেতা। ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি এই আলোচনার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “ব্যাংক, শেয়াবাজার সব শেষ। এ জন্যই স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি।’ আজকেও একই অবস্থা, দেশের সবকিছু লুট করে নিয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি চলছে।”

বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে দাবি করে বিএনপি নেতা বলেন, ‘আজ  আমাদের তরুণদের ধ্বংস করা হচ্ছে, দেশে গণতন্ত্র নেই। বিচার বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। সংসদ নেই।’

১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ সে সময়ের সরকারের হাত থেকে মুক্তি পেতে দোয়া করতো দাবি করে ফখরুল বলেন, ’৭২ থেকে ৭৫ এর মতো এর মতো আবারও মানুষ হাত তুলে দোয়া জালেমের হাত থেকে মুক্তি পেতে প্রার্থনা করছে।’

‘পাথরের মতো এ সরকার চেপে আছে আর এ পাথর সরাতে হবে’ মন্তব্য করে বসে বসে স্লোগান না দিয়ে দলের নেতা-কর্মীদের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

‘সবাই অলিতে-গলিতে,ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়ুন। বসে বসে উত্তর-দক্ষিণ স্লোগান দিলে হবে না। বেগম জিয়াকে প্রধানমন্ত্রী আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারলে তবেই সফল হবো।’

সংগঠন গোছানোর আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদেরকে ঐক্য সৃষ্টি করতে হবে। সংগঠন সৃষ্টি করতে হবে। আন্দোলনের মুখেই নির্বাচনে যেতে হবে। সেখানে আমাদের জয়লাভ করতে হবে।’

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের বক্তব্যে সমর্থন জানান বিএনপি নেতা। বলেন, ‘ড. কামাল হোসেন সুপ্রিমকোর্ট বারের মিটিংয়ে যে কথা বলেছেন তা আমার পছন্দ হয়েছে। … আমিও বলি গণতন্ত্র, সংবিধান, বিচারব্যবস্থা ও জনগণকে রক্ষার জন্য ঐক্য দরকার।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে ফখরুল বলেন, ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে। এ সংসদ রেখে নির্বাচন হবে না।

ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিত আঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া