adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিছানা থেকে নামিয়ে ছাড়বে নতুন অ্যালার্ম সিস্টেম

ruggie1452587791আন্তর্জাতিক ডেস্ক : সকালে সময়মতো ঘুম থেকে না উঠতে পারার ভোগান্তি অনেক। তাই অনেকেই সকালে সময়মতো উঠার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করে থাকেন।
কিন্তু অ্যালার্ম ঘড়ি সময়মতো ঘুম থেকে জাগাতে পারলেও, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাকে বিছানা থেকে নামাতে পারে না। কেননা অ্যালার্ম ঘড়ি সহজেই সুইচ টিপে বন্ধ করার সুবিধা থাকায়, অনেকে ঘড়ির অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে।  
তবে এবার যেই নতুন অ্যালার্ম গ্যাজেট তৈরি করা হয়েছে, এটি ঘুম ভাঙার পর বিছানা থেকে নামিয়ে ছাড়বে।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কানাডার একটি প্রতিষ্ঠান সম্প্রতি মাদুর আকৃতির গ্যাজেট তৈরি করেছে এবং এটি অ্যালার্ম সুবিধার। ‘রগি’ নামক এই গ্যাজেটটি মাদুরের মতো ঘরের মেঝেতে রেখে দিতে হবে।
এটি কাউকে ঘুম ভাঙিয়ে বিছানা থেকে নামাতে বাধ্য করবে, কারণ এতে অ্যালার্ম বাজার পর বিছানা থেকে নেমে এসে না দাড়িঁয়ে থাকা পর্যন্ত এর অ্যালার্ম বন্ধ হবে না। শুধু তাই নয়, এতে মেমোরি ও বিল্ট-ইন স্পিকার থাকায়, এর ওপর দাড়িঁয়ে থাকাকালীন সময়ে সকালের ঘুম উঠার বিভিন্ন উপকারিতা সম্পর্কেও জানাবে। 
বর্তমানে কিকস্টারটার ওয়েবসাইটটের মাধ্যমে এই গ্যাজেটির তহবিল সংগ্রহের কাজ চলছে। বাজারে আসার পর ‘রগি’ নামক নতুন এই অ্যালার্ম গ্যাজেটটির মূল্য প্রায় ৯৯ ডলার হতে পারে বলে জানা গেছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া