adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমিই বাংলাদেশ – আমাদের মঞ্জুর মোরশেদ

মঞ্জুর মোরশেদডেস্ক রিপোর্ট : ১৯৯১ সালের এক বিকেলের ঘটনা৷ হার্ডডিস্কের তথ্য সংরক্ষণের নতুন কার্যপদ্ধতি (অ্যালগরিদম) নিয়ে একটি বৈজ্ঞানিক নিবন্ধের খসড়া করে সেটি সম্পূর্ণ করার দায়িত্ব এক ছাত্রকে দিলাম৷
সকালে এসে সে আমাকে বোঝানোর চেষ্টা করল কীভাবে অ্যালগরিদমটি আরও সমৃদ্ধ করা যায়, যার ৪০ ভাগ আমি বুঝতে পারলাম৷ তার চিন্তাসহ নিবন্ধটি প্রথমবারেই জার্নালে প্রকাশিত হয়ে গেল৷ আমার এই ছাত্রটি হলো মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী৷ যে কাজ আমি বছর দেড়েক করেছি, তার গুরুত্বপূর্ণ উন্নয়ন সে করল এক রাতেই!
কমনওয়েলথ বৃত্তি না পেয়ে মঞ্জুরের জিজ্ঞাসা ছিল, ‘স্যার, আর কী করলে এই বৃত্তিটি পেতাম?’ আমার কোনো সদুত্তর ছিল না৷ যে ছাত্রটি কোনো পাবলিক পরীক্ষায় দ্বিতীয় হয়নি, আন্তর্জাতিক মানের জার্নালে যার প্রকাশনা, তাকে আমরা বৃত্তি দিয়ে নিজেদের সম্মানিত করতে পারলাম না! মঞ্জুর বিষয়টি মনে রেখেছে৷
৪৩ বছর বয়সের মধ্যেই বাংলাদেশের প্রায় ৭০ জন শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য, প্রয়োজনে নিজে আবেদনের ফি দিয়ে, বৃত্তি নিশ্চিত করে তার অপূর্ব প্রতিশোধ নিয়েছে সে! নিজেই ১৮টি পিএইচডি থিসিসের তত্ত্বাবধান করেছে! এই আমাদের মঞ্জুর মোরশেদ৷ অস্ট্রেলিয়ার স্বনামধন্য ও বিখ্যাত মোনাশ বিশ্ববিদ্যালয়েরি গপসল্যান্ড ক্যাম্পাসের তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (এ বছর থেকে এটি একটি নতুন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, নাম হয়েছে ফেডারেশন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া)৷
উচ্চশিক্ষার জন্য মঞ্জুরের আবেদনপত্র বিখ্যাত অধ্যাপক ও অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির(এসিএম) ফেলো রিচার্ড ব্রেন্টের নজরে এল৷ তারপর মঞ্জুরের সঙ্গে ঘনঘন যোগাযোগ৷ এর মধ্যে মঞ্জুর দম্পতির ঘরে এল এক পুত্রসন্তান৷ মঞ্জুর ব্রেন্টকে জানাল যে দ্রুত তার পক্ষে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব নয়৷ ব্রেন্ট অবশ্য ছাড়ার পাত্র নয়, চিকিতসকদের সঙ্গে পরামর্শ করে জানাল, শিশুর বয়স এক মাসের আগেই বিমানভ্রমণ করা ভালো! এই দম্পতি অস্ট্রেলিয়ার ক্যানবেরা পৌঁছালে অর্ধশত বছর বয়সী অধ্যাপক ব্রেন্ট ও তার স্ত্রী মেধাবী মঞ্জুরের সম্মানে তার বাক্সপেটরা টেনে চার তলায় তুলেছিল!
মেধাবী মানুষ এত সামাজিক হতে পারে তা মঞ্জুরকে না দেখলে বিশ্বাস হয় না৷ বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগে আমরা বলতাম, ‘মঞ্জুর ভালো ছাত্র, ভালো সহপাঠী, ভালো শিক্ষক, ভালো সহকর্মী, ভালো বন্ধু, ভালো ছেলে, ভালো পিতা, ভালো স্বামী—সর্বোপরি ভালো মানুষ৷ 
অস্ট্রেলিয়ায় মঞ্জুরের পদার্পণের সিকি শতাব্দীর মধ্যে আমার ওই দ্বীপ মহাদেশে যাওয়ার সুযোগ হয়নি৷ কিন্তু তার উপস্থিতিতে এই অব্যক্ত আকাঙ্ক্ষা তো আর অতৃপ্ত থাকতে পারে না৷ মোনাশ বিশ্ববিদ্যালয়ের গিপসল্যান্ড ক্যাম্পাসের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে চক্ষু চড়কগাছ৷ সম্মানসূচক বোর্ড বাংলাদেশের মানুষের ছবিতে ঠাসা৷ একজন মঞ্জুর অস্ট্রেলিয়ার গ্রামের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশের দ্বীপ তৈরি করেছে, নিজের মেধা ও মানবিক গুণাবলি দিয়ে অস্ট্রেলিয়ানদেরও মন জয় করেছে৷ সে তার কোনো ছাত্রের আগমনে ১৭০ কিলোমিটার গাড়ি চালিয়ে মেলবোর্ন শহরে এসে নিয়ে যায়, খাওয়ার ব্যবস্থা করে, ছাত্রের নিজের বাসায় উঠতে প্রথম বাজারটি পর্যন্ত করে দেয়৷ মঞ্জুরের সুবাদে তার পিএইচডির স্বনামধন্য তত্ত্বাবধায়ক রিচার্ড ব্রেন্টের বিভাগে গিয়ে দেখলাম, ১০ বছর আগে পড়া মঞ্জুরের কথা তারা সবাই মনে রেখেছে৷ 
স্থানীয় প্রশাসনসহ সবার কাছে মঞ্জুর নিবেদিত সমাজসেবক, ছাত্রবন্ধু ও বিপদের সঙ্গী, ক্ষুদ্র-তুচ্ছ কারণেও, প্রয়োজনে মধ্যরাতে তার উপস্থিতি৷ ১৭০টি বৈজ্ঞানিক নিবন্ধ কিংবা মিলিয়ন ডলারের গবেষণা বরাদ্দ এবং শিক্ষায় উৎকর্ষ ও সমাজসেবার ফলে প্রাপ্ত পুরস্কার মঞ্জুরকে পূর্ণাঙ্গভাবে চিত্রিত করে না৷ ২০০৭ সালে মঞ্জুরকে মোনাশ বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বক্তৃতার জন্য অনুরোধ করল৷ বক্তৃতায় অন্যের মুক্তচিন্তাকে প্রকাশ করার অধিকার রক্ষার ভল্টেয়ারের দৃঢ় প্রতিজ্ঞা এবং রবিঠাকুরের ‘প্রার্থনা’ কবিতার স্তবকসমূহ স্নাতকদের স্মরণ করিয়ে দিয়েছে মঞ্জুর৷ প্রাচ্যের মূল্যবোধ ও পাশ্চাত্যের জ্ঞানকে পুঁজি করে ক্ষুধা ও দারিদ্র্যশূন্য শ্রেয়তর বিশ্ব তৈরির তার আহ্বান শুনে বিশ্ববিদ্যালয়ের আচার্য বক্তৃতা শেষে মঞ্জুরকে আলিঙ্গন করে অভিনন্দন জানান৷
কম্পিউটার বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তির বিস্তৃত জগতের নানা আঙিনায় তার স্বাচ্ছন্দ্য বিচরণ৷ তবে, মাল্টিমিডিয়া যোগাযোগ, ভিডিও প্রেরণ, গ্রহণ ও তার এনকোডিং, কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা ও এলগরিদম নিয়েই মঞ্জুরের গবেষণার ঝোঁক বেশি৷ নিজের ক্যাম্পাসে সেন্টার ফর মাল্টিমিডিয়া কম্পিউটিং কমিউনিকেশন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন রিসার্চ (এমসিসিএআর) নামের একটি সেন্টারও সে গড়ে তুলেছে৷ বর্তমানে সামাজিক নেটওয়ার্ক নিয়েও মঞ্জুরের আগ্রহ দেখা যায়৷ 
মঞ্জুরের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবদুল জলিলের পৈতৃক নিবাস কুমিল্লা হলেও চট্টগ্রামে থাকেন৷ মা মোসাম্মৎ সুলতানা বেগম এখন আর নেই৷ তিন ছেলের মধ্যে বড় মঞ্জুর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজের ছাত্র৷ স্ত্রী সৈয়দা আনিসুন নাহার, দুই ছেলেকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন৷
বিদেশ-বিভুঁইয়ে মঞ্জুরের দীর্ঘ অবস্থানের একমাত্র কারণ তার স্বাস্থ্য৷ সদা কর্মব্যস্ত মঞ্জুর পৃথিবীকে যা দিতে পারে, তার জন্য চাই একটি দীর্ঘ সুস্থ জীবন৷ মঞ্জুরের গুণমুগ্ধ আমরা সবাই এই প্রার্থনাই করি৷ 
আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: [email protected]
মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, কম্পিউটার কৌশল বিভাগ, বুয়েট

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া