adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের বললেন-এতো দোকানের স্বীকৃতি আমরা দেব না

kaderডেস্ক রিপাের্ট : ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সংগঠনের সংবাদ না ছাপাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কৃষক লীগের গুলশান শাখার কি দরকার, ধানমন্ডি শাখার কি দরকার! ধানম-িতে যে ধানচাষ হয় তা তো আমি জানি না! ছবি ছাপালে আর নিউজ দিলে এরা উৎসাহিত হয়। এর মাধ্যমে এরা চাঁদাবাজি করে। এদের উৎসাহিত করবেন না। দাওয়াত দিলেই চলে যাবেন না।’

ওবায়দুল কাদের এ সময় নামসর্বস্ব সংগঠগুলোর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার কি দরকার ? শ্রমিক লীগের বিদেশে কি দরকার? সৌদি আরব শাখার কি দরকার? কৃষক লীগের কাতার শাখার কি দরকার? তাঁতী লীগ নাম দেখলাম কুয়েত না কাতারে। তার আবার দুই কমিটি!’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘এসব দোকানের স্বীকৃতি আমরা দেব না। এগুলো আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। জনগণের কাছে ভাবমূর্তি ক্ষুণœ করছে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আরেকটা হচ্ছে তরুণ লীগ! এই লীগের হেডকোয়ার্টার কোথায়? ৫শ’ টাকা দিয়ে একটা সিল বানালেই তো হয়ে যায়!’’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির ভারতপ্রীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আওয়ামী লীগ ভারতপ্রীতিতে নেই, ভীতিতেও নেই। বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্ব থাকবে। জনগণ না চাইলে এই বন্ধুত্ব থাকবে না।’ ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক, গঠনমূলক বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক স্বার্থের। বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দিয়ে শেখ হাসিনা জীবন থাকতে কারও সঙ্গে চুক্তি করবেন না’- বলেন ওবায়দুল কাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া