adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঐশ্বরিক প্রতিহিংসার শিকার হবে সৌদি’

news_img (7)ডেস্ক রিপোর্ট :সৌদি আরব ‘ঐশ্বরিক প্রতিহিংসার’ শিকার হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সৌদি দেশটির বিশিষ্ট শিয়া আলেম নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় এমন মন্তব্য করেন খামেনি। খবর বিবিসির। 

আয়াতুল্লাহ খামেনি শেখ নিমর আল-নিমরকে একজন শহীদ উপাধি দিয়ে বলেন, তিনি শান্তিপূর্ণভাবেই কাজ করছিলেন। 

এদিকে নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে শনিবার সন্ধ্যায় সৌদির তেহরান দূতাবাসের সামনে বিক্ষোভ করে শিয়াপন্থিরা। 
সন্ত্রাসবাদের অপরাধে শনিবার ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি। তাদের মধ্যে নিমরও রয়েছেন। 

খামেনি বলেন, সৌদির সুন্নি শাসনের বিরোধীতা করার কারণেই নিমরের শিরশ্ছেদ করা হয়েছে। এক টুইটার বার্তায় তিনি আরো বলেন, নিমর সৌদি সরকারের বিরুদ্ধে কাউকে প্রভাবিত করেননি এবং কোন গোপন ষড়যন্ত্রও করেননি। 


প্রসঙ্গত, আরব বসন্তের সময় ২০১২ সালে সৌদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন নিমর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া