adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা-বরিশাল ফাইনাল মঙ্গলবার, রংপুরের বিদায়

bpl news ogoজহির ভূইয়া ঃ বিপিএলের ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল। আজ মিরপুরে রংপুরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে বরিশাল। শেষ সুযোগের ম্যাচে টস জিতে রংপুর আগে ব্যাট হাতে তুলে নিয়ে সংগ্রহ করে ১৬০ রানের বিশাল সংগ্রহ। এতো বড় বিশাল টার্গেটও পাত্তা দেয়নি বরিশালের মিডল অর্ডার। শেষ দিকে বরিশালের ১২ বলে ১৯ রানের দরকার পড়ে। হাতে ছিল ৬টি অক্ষত উইকেট। সুযোগ দুই দলেরই সমান ছিল। কিন্তু শেষ ওভারে রংপুরের পেরেরা পারলেন না। বরিশালের ব্যাটসম্যান কুপার ঠিকই জয়ের বন্দরে বরিশালকে পৌচ্ছে দেয়।
যদিও ম্যাচের আগে ক্রিসে গেইল বরিশাল শিবিরে নেই, ফিরে গেছেন, খবর ছড়িয়ে পড়লে বরিশালের দর্শকরা হতাশ হয়ে পড়ে। কিন্তু বরিশালের তৃতীয় জুটি সাব্বির-শাহরিয়ারের ১২৪ রানের বিশাল জুটি গেইলের অভাব টের পেতে দেয়নি। মুলত সাব্বিরের ৭৯ রানের ঝড়ো ইনিংসই রংপুরের কপাল পুড়িয়েছে। 
১৬১ রানের বিশাল টার্গেট রাতের শিশির ভেঁজা পরিবেশে তাড়া করা সহজ কাজ নয়। যা আগের দিন ঢাকা পারেনি বরিশালের বিপক্ষে। সেই কাজটিই বরিশাল ওপেনার গেইলকে ছাড়াই করে দেখিয়েছে। ১৬ ওভার শেষে ১৩২ রানে ২ উইকেট! হিসেব তো এখানেই পরিস্কার। ২৪ বলে ২৯ রান দরকার আর ৮ উইকেট অক্ষত। যা হবার তাই হয়েছে। বরিশাল জয় তুলে বিপিএলের ফাইনালে টিকিট কেটেছে।
ওপেনরা রনি তালুকদার আর পারসানা কিছুই করতে পারেনি। ২ উইকেটে স্কোর মাত্র ১০! রনি ২ রানে সানীর বলে আর পারসানা ৭ রানে সাকিবের শিকারে পরিণত হলে বরিশাল শিবিরে আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু তৃতীয় জুটিতে সাব্বির রহমান আর শাহরিয়ার নাফীসের দুর্দান্ত ব্যাটিং বরিশালের ড্রেসিং রুমের আবহাওয়া পাল্টে দেয়। ১২৪ রানের বিশাল জুটি শেষ পর্যন্ত ভাঙ্গন ধরালেন সিমন্স। সরাসরি থ্রো-তে নাফীকে ৪৪ রানে রান আউট করলেন। ফিফটি মিস হয়ে গেল ৭টি চার আর ৩টি ছক্কা মারা নাফীসেরে। ক্রিজে এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২৫টি রান সংগ্রহ করতে ব্যাট হাতে সঙ্গী হলেন সাব্বিরের। ৪৪ বলে ৭৪ রানে দাঁড়িয়ে সাব্বির। ৪৯ বলে ৭৯ রানে সাব্বির পেরেরার বলে স্যামীর হাতে ধরা পড়লেন। দলের সংগ্রহ ১৪১ রান। ১৪ বলে ২০ দরকার। দলের রান ১৪৭, ৬ বলে ৫ রান করা রিয়াদকে স্যামী ক্যাচে পরিণত করলে চাপে পড়ে বরিশাল। শেষ দিকে ৬ বলে দরকার ৮ রান। ক্রিজে ইমরিট আর কুপার। স্ট্রাইকে কুপার অপর প্রান্তে বোলার অভিজ্ঞ পেরেরা ওভারে প্রথম বলেই কুপারের হাতে চার খেলেন। শেষ ৫ বলে ৪ রান হলেও জয় নিশ্চিত। দ্বিতীয় বলে দুই রান। বরিশাল ১৫৯/৫ উইকেট। তৃতীয় বলে বিশাল চার মেরে কুপার বরিশালের ড্রেসিং রুমে আনন্দের বন্যায় ভাসিয়ে দিলেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে রংপুর। এবং ১৬০ রানের বিশাল টার্গেট তৈরি করে। ওপেনিং জুটিতে লেনল্ডি সিমন্স আর আব্দুল্লাহ আল মামুন ৫২ পর্যন্ত রংপুরকে সার্পোট দেয়। মামুন ২০ রান করে ফেরত যান ক্যাচ তুলে। আর অপর ওপেনার সিমন্স তখন সেট ব্যাটসম্যান। ওয়ান ডাউনে সৌম্য সরকার। দলের ৭০ রানের মাথায় ৬ রান যোগ করে সরকার বিদায় নিলেন। আর অভিজ্ঞ সাকিব ১০ বলে ১৩ রান করে আল আমিনের বলে বোল্ড হয়ে হতাশ করলেন। দলের রান ১১৪/৩।
কিন্তু ওপেনার সিমন্স টিকলেন অনেকটা সময়। সেঞ্চুরির পথেই তো হাঁটছিলেন। কিন্তু হল না, ৯টি চার আর ২টি ছক্কার মার দিয়ে ৫৭ বলে ৭৩ রানে সিমন্স বোল্ড হলেন মোহাম্মদ সাম্যীর বলে। এরপর মোহাম্মদ নবী ৮ রানে, ড্যারেন স্যামী ২৩ রানে ফেরত গেলেও রংপুরের স্কোর লড়াকু অবস্থানে চলে গেছে। ৭ উইকেটে ১৫৮ রান।  ১ রান করে মিথুন রান আউট। আর আরাফত সানী শূণ্য রানে অপরাজিত। ৯ উইকেটে ১৬০ রান। কুপার ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া