adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্রিকেটারদের বেতন বাড়াল ভারতীয় ক্রিকেট বোর্ড

IND-CRIঅরিজিত দাস চৌধুরি, কলকাতা থেকে : ভারতীয় ক্রিকেট এখন এক অন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তার পুরস্কারও খুব কম সময়ের মধ্যে পেয়ে গেলেন ক্রিকেটাররা। বিরাটদের যে বেতন বাড়তে চলেছে, তা আগেই ঘোষণা করেছিলেন শীর্ষ আদালত নিযুক্ত বোর্ডের পর্যবেক্ষক কমিটি। সেই কথামতো ধরমশালায় সিরিজের চতুর্থ টেস্টের আগেই বোর্ড ক্রিকেটারদের গ্রেড জানিয়ে দিল। বেতনও বাড়ল অনেকাংশে।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা এবার থেকে পাবেন বার্ষিক ২ কোটি টাকা। ‘বি’ গ্রেডের ক্রিকেটার পাবেন এক কোটি টাকা। ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৫০ লক্ষ টাকা।
ক্রিকেটারদের বেতন আরও বাড়াল বিসিসিআই! কারা পেলেন প্রোমোশন ?
গ্রেড ‘এ’-তে আগেই ছিলেন অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্রচন্দ্রন অশ্বিন। এবার সেই তালিকায় জুড়ল রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা এবং মুরলী বিজয় ।
গ্রেড বি-তে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি। গ্রেড সি-তে অবশ্য নেমে যেতে হল শিখর ধাওয়ানকে । বোর্ডের চুক্তিতে ব্রাত্য হরভজন ও সুরেশ রায়না ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া