adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফকরুল বললেন – জনগণ ভোট দেয়ার ন্যূনতম সুযোগ পেলে ধানের শীষকে জয়যুক্ত করবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের দলের মেয়রপ্রার্থীদের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘ঢাকা শহরের মানুষ তৈরি হয়ে আছেন তারা যদি ভোট দেয়ার ন্যূনতম সুযোগ পান তাহলে তারা অবশ্যই দক্ষিণে ইশরাক এবং উত্তরে তাবিথকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে তারা জয়যুক্ত করবেন এটা আমাদের বিশ্বাস।’

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় তার সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সকাল পর্যন্ত যা দেখেছি এবং সরকারের কর্মকর্তাদের যে সমস্ত কথা শুনছি তাতে করে এটাই স্পষ্ট যে, সরকার চেষ্টা করছে পুরো নির্বাচনটাকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য। ইতোমধ্যে সরকারি দলের সাধারণ সম্পাদক তো বলেছেন, প্রত্যেকটা কেন্দ্র তারা পাহারা দেবেন এবং তারা নিয়ন্ত্রণ করবেন। সরকারি দলের নেতৃবৃন্দ যেভাবে তাদের নেতাকর্মীদের ইনস্ট্রাকশন দিচ্ছেন যেকোনো মূল্যেই তাদেরকে কেন্দ্রে নিয়ন্ত্রণ রক্ষা করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে বড় যে বিষয়টা, আজকে প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা বলেছেন, এখানে দুই মেয়রপ্রার্থী জয়লাভ করবে। আপনাদের ঠিকই মনে আছে, গত সংসদ নির্বাচনের আগে এই উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাহেব তিনি একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন। যারা জ্যোতিষ তারা এ ধরনের ভবিষ্যদ্বাণী করে থাকেন। আজকেও তিনি সেইভাবে একটা ভবিষ্যদ্বাণী করেছেন এবং আমার মনে হয়, এটা প্রধানমন্ত্রীর চিন্তা করা উচিত তাকে এখন উপদেষ্টা হিসেবে রাখবেন নাকি জ্যোতিষী হিসেবে নতুন নিয়োগ দেবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি যে আগে ভবিষ্যৎবাণী করছেন সেগুলো তো গোটা নির্বাচনকে প্রভাবিত করছে। যখন সরকারি দলের বড় নেতা বা কর্মকর্তা কেউ এ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এই ধরনের কথা বলেন তখন ডেফিনেটলি নির্বাচন ব্যবস্থার ওপর একটা প্রভাব পড়ে, নির্বাচন কমিশনের যারা ভোট গ্রহণ করবেন তাদের সকলের ওপরে প্রভাব পড়ে।’

মির্জা ফখরুল বলেন, ‘তারপরেও যেহেতু আমরা বিশ্বাস করি এবং করে এসেছি, ঢাকা শহরের মানুষ তৈরি হয়ে আছেন তারা যদি ভোট দেওয়ার ন্যূনতম সুযোগ পান তাহলে তারা অবশ্যই দক্ষিণে ইশরাক এবং উত্তরে তাবিথকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে তারা জয়যুক্ত করবেন এটা আমাদের বিশ্বাস।’

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহতের পাল্টা চেষ্টা থাকবে কি না- জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তো বলেছি, যা কিছু করবে, জনগণ করবে। জনগণই প্রতিরোধ গড়ে তুলবেন। জনগণই তাদের ভোটের অধিকার নিশ্চিত করবেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2020
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া