adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যা বলেছি ঠিক বলেছি – আমির খান

151116044117_aamir_khan_dangal_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি যে মন্তব্য করেছেন সে অবস্থানে তিনি অনড় রয়েছেন।
তবে আমির খান বলেছেন ,তিনি কিংবা তার স্ত্রীর ভারত ছেড়ে যাবার কোন ইচ্ছা নেই।
নিজের ফেসবুক স্ট্যাটাসে মি: খান বলেন তার বক্তব্যকে অনেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।
তিনি বলেন, “ভারত আমার দেশ। আমি ভারতকে ভালবাসি। এখানে জন্মগ্রহন করতে পেরে এবং বসবাস করে গর্বিত।”
মি: খান বলেন ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন অনেকে সেটির ভিন্নঅর্থ তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন যারা ভিন্নঅর্থ খোঁজার চেষ্টা করছেন , তারা ইচ্ছাকৃতভাবে তার বক্তব্যকে বিকৃত করছেন।
আমির খানের কথায়, “ আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার কিংবা কিরণের ভারত ছাড়ার কোন ইচ্ছা নেই। আমরা আগেও এ ধরনের কোন ইচ্ছা ছিল না এবং ভবিষ্যতেও নেই। ”
কয়েকদিন আগেই এই বলিউড সুপারস্টার বলেছেন ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে চলেছে তাদের মধ্যে এক ধরনের ‘ভয়’ ও ‘নিরাপত্তাহীনতা’ তৈরি হয়েছে।
তিনি বলেছিলেন, দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না, তা নিয়েও স্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে।
এরপরই ক্ষমতাসীন বিজেপি’র নেতাদের তোপের মুখে পড়েছেন আমির খান।
বিজেপি-র মুখপাত্র শাহনওয়াজ হুসেন অভিযোগ করেন আমির খানের এই মন্তব্য ভারতকে কলঙ্কিত করার চেষ্টা।
মি: হুসেন বলেন, “ভারতই তাকে আমির খান বানিয়েছে। আমিরের নামডাক-ধনদৌলত সব এই ভারতের লোকই দিয়েছে।”
আমির খান বলেন যারা তাকে ‘ভারত-বিরোধী’ বলে আখ্যা দিচ্ছেন এবং তার প্রতি আক্রমনাতœক কথা বলে তার বক্তব্যের যথার্থতা প্রমাণ করে।
এরই মধ্যে লেখক, শিল্পী, বিজ্ঞানীসহ এনেকেই আমির খানের বক্তব্যকে সমর্থন করেছেন।
 বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া