adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানি নাগরিক হত্যায় বাড়ির মালিক ও রিশাচালকসহ গ্রেফতার ৪

Rangpur21443852465ডেস্ক রিপোর্ট : দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসি কোনিও (৬৬) খুনের ঘটনায় বাড়ির মালিক, ব্যবসায়িক অংশীদার, রিকশাওয়ালাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ১০ দিকে রংপুর মহানগরীর পাশে কাউনিয়ার কাচু আলুটারীতে নিজ কৃষি ফার্মে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী ও ২ জন পথচারী রিকশার পথরোধ করে তাকে উদ্দেশ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। 

মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলার নীচ, বুক, হাত, পাসহ শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। অতিরিক্ত রক্তরণের কারণেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিতসকরা। 
 
হোসি কোনিও এক বছরের ভিসা নিয়ে ৪ মাস আগে রংপুর আসেন। নগরীর মুন্সিপাড়ায় জাকারিয়া বালা নামে এক ব্যাক্তির বাড়ির দোতালায় ভাড়া থাকতেন তিনি। স্থানীয় হীরা নামে এক ব্যক্তির সঙ্গে ওই এলাকায় এক একর জমি নিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তার পরিচর্যা করছিলেন। 

স্থানীয়রা জানায়, আগে হীরাসহ ফার্মে আসলেও কিছুদিন থেকে তিনি একাই ফার্মে যাতায়াত করতেন। 
ঘটনার পররই হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। পরিকল্পিত নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের। 
এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক জাকারিয়া বালা, ব্যবসায়িক বন্ধু হীরা, ঘটনাস্থলের পাশের বাড়ির মালিক মুরাদ ও রিকশাচালক মোন্নাফকে আটক করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া