adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরকে সহজেই হারালো ঢাকা

bplক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৭৮ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস।
শনিবার (১২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হয়েছিল এ দুই দল।
আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিল ঢাকা। জবাবে ১৯.২ ওভারে ৯২ রান তুলে অলআউট হয়েছে রংপুর।
ঢাকা ডাইনামাইটসের ইনিংসে উল্লেখযোগ্য দিক ছিল তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিং। মাত্র ২৮ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। মূলত তার এই ইনিংসের সুবাদেই ১৭০ রানের বড় সংগ্রহ গড়তে সক্ষম হয় সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটস। অথচ ১৬.১ ওভারে ১২০ রানে ৫ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা ত্যাগ করতে বসেছিল দলটি।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুর অধিনায়ক নাঈম ইসলাম। তবে তার টস ভাগ্য শেষ পর্যন্ত ম্যাচ জয়ের ভাগ্যে পরিণত হতে পারেনি।
ঢাকার দেওয়া টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে শুরু করে শহিদ আফ্রিদির দল রংপুর রাইডার্স। দলীয় ৫০ রানেই সাজঘরে ফিরে যান রংপুরের টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ঢাকা বোলারদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় দলটি।
ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাঞ্জামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, মোহাম্মদ শহীদ।
রংপুর রাইডার্স একাদশ : নাঈম ইসলাম (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুক্তার আলী, আরাফাত সানি,শহীদ আফ্রিদি, রিচার্ড গ্লিসেন, মোহাম্মদ শাহজাদ, সোহাগ গাজী ও লিয়াম ডসন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া