adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন – অষ্ট্রেলিয়ার আশঙ্কা অমূলক, ভিত্তিহীন

KAMALনিজস্ব প্রতিবেদক : দেশের পরিস্থিতি নিরাপদ। কোনো জঙ্গি মাথাচাড়া দেয়ার সুযোগ পাবে না, অনেক আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে। তাই অস্ট্রেলিয়ার আশঙ্কা অমূলক ভিত্তিহীন। তাদের আশঙ্কার কোনো ভিত্তি নেই। আশা করি, তারা মত বদলাবে এবং খেলতেও আসবে। 

রোববার মন্ত্রণালয়ে নিজ কক্ষে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়া দল তাদের সরকারি সংস্থার তথ্য অনুযায়ী সফর স্থগিত করেছে। কিন্তু তাদের সেই তথ্য সঠিক নয়। বাংলাদেশ নিরাপদ। কিছু কিছু ঘটনা ঘটলেও তাতক্ষণিক আমরা পদক্ষেপ নিয়েছি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’

অস্ট্রেলিয়া দল এখানে আসার ব্যাপারে এখনো মানা করেনি জানিয়ে মন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার একটি টিম এসেছে। তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবে।’

মন্ত্রী বলেন,‘ ইতোমধ্যে  ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশ এসে আন্তর্জাতিক ম্যাচ খেলে গেছে। কোনো ধরনের সমস্যা হয়নি। তাদেরও হবে না।’ এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়েন্দাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই পাকিস্তানে আমাদের নারী খেলোয়াড়দের পাঠিয়েছি। আশঙ্কার কিছু নেই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইলের কালিয়াকৈরসহ অল্প কয়েকটি স্থানে যানজট হয়েছে। কিন্তু তা বিগত বছরগুলোর তুলনায় কম। এজন্য সেতুমন্ত্রী, পুলিশসহ সংশ্লিষ্ট সবাই কাজ করেছেন। সবার সমন্বিত উদ্যোগে সবকিছু এতো ভালো হয়েছে। কোথাও বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

দুটি টেস্ট খেলতে অস্ট্রিলিয়া ক্রিকেট দলের সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাৎ করেই সফর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) বাংলাদেশে ভ্রমণে বিষয়ে সতর্কতা জারি করায় সফর পেছানোর এই সিদ্ধান্ত।  

গত শুক্রবার ওয়েবসাইটে দেওয়া ডিএফএটির ওই নোটিসে বলা হয়, জঙ্গিরা বাংলাদেশে ‘অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর’ আঘাত হানার পরিকল্পনা করছে- এমন ‘নির্ভরযোগ্য তথ্য’ তাদের হাতে রয়েছে।

বিষয়টি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের বলেন, ‘আমি গোয়েন্দা সংস্থাসহ অন্যদের সঙ্গে আলাপ করেছি। এ ধরনের কোনো আশঙ্কা নেই। আমি আপনাদের মাধ্যমে অস্ট্রেলিয়া দলকে জানাতে চাই, আমরা পূর্ণ নিরাপত্তা ঘোষণা করছি। এখানে কোনো ধরনের সমস্যা হবে না।’

মন্ত্রী বলেন, ‘বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া প্রতিনিধি দল নিরাপত্তার বিষয় দেখতে এদেশে আসতে চায়। আমি বলেছি আসুক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা দেব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া